পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সবাই দিদিমণিকে ছেড়ে চলে গিয়েছেন, CAA আইনের ক্ষেত্রেও তাই হবে: দিলীপ ঘোষ - দিলীপ ঘোষ

সংসদে যে আইন পাশ হয়েছে সেটা কোনও রাজ্য সরকার অমান্য করতে পারে না ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল । তাই পশ্চিমবঙ্গেও CAA-NRC হতে বাধ্য, বলেছেন BJP-এর রাজ্য সভাপতি।

Dilip Ghosh
দিলীপ ঘোষ

By

Published : Jan 22, 2020, 12:55 PM IST

কোচবিহার, 22 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই প্রসঙ্গে মুখ খুললেন BJP-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব এনে কোনও লাভ হবে না।

দুদিনের সফরে মঙ্গলবার কোচবিহারে গিয়েছেন BJP-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে BJP রাজ্য সভাপতি বলেন, "বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব এনে লাভ হবে না। কারণ এটা এখন সাংবিধানিক আইন। এটা এক প্রকার সংবিধানের বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হচ্ছে।" তিনি আরও বলেন, "এ ধরনের নাটক আমরা আগেও দেখেছি। অনেক প্রস্তাব আগেও নেওয়া হয়েছে। কাজেই এ ধরনের প্রস্তাব এনে পরিবর্তন হয়নি।"

দিলীপ ঘোষ

পাশাপাশি বাম, তৃণমূল ও কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষের মন্তব্য, "কোন কোন ইশুতে ওরা এক আছেন আর কোন ইশুতে আলাদা সেটা আগে ঠিক করুক। এর আগেও দিদিমণি নেতা হতে গিয়েছিলেন। সবাই দিদিমণিকে ছেড়ে চলে গিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইনের ক্ষেত্রেও তাই হবে।" সংসদে যে আইন পাস হয়েছে সেটা কোনও রাজ্য সরকার অমান্য করতে পারে না ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল। তাই পশ্চিমবঙ্গেও CAA-NRC হতে বাধ্য, বলেছেন BJP-এর রাজ্য সভাপতি।

দু'দিনের সফরে কোচবিহারে এসেছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার একাধিক কর্মসূচি ছিল তাঁর। বুধবারও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details