কোচবিহার, 22 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই প্রসঙ্গে মুখ খুললেন BJP-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব এনে কোনও লাভ হবে না।
দুদিনের সফরে মঙ্গলবার কোচবিহারে গিয়েছেন BJP-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে BJP রাজ্য সভাপতি বলেন, "বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব এনে লাভ হবে না। কারণ এটা এখন সাংবিধানিক আইন। এটা এক প্রকার সংবিধানের বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হচ্ছে।" তিনি আরও বলেন, "এ ধরনের নাটক আমরা আগেও দেখেছি। অনেক প্রস্তাব আগেও নেওয়া হয়েছে। কাজেই এ ধরনের প্রস্তাব এনে পরিবর্তন হয়নি।"