কোচবিহার, 17 নভেম্বর : এবার কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন আরও এক তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মাবসুনিয়া ৷ দলের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামীর পাশে দাঁড়ালেন তিনি ৷
সিতাইয়ের বিধায়ক জগদীশবাবু বললেন, "আমরা চাই না মিহিরদা দল থেকে বেরিয়ে যাক ৷ পুরানো দিনের কর্মী উনি ৷ জেলা নেতৃত্ব যেভাবে তাচ্ছিল্য সহকারে তাঁকে অপমান করেছেন, এটা ঠিক নয় ৷ তাঁর কাছে আমাদের যাওয়া দরকার ৷ তিনি যাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে না যান এই ব্যাপারটা অন্তত দেখা দরকার ৷"
অক্টোবর মাসের শুরুতে তৃণমূলের কোচবিহার জেলা ও ব্লক কমিটির সদস্যদের নাম প্রকাশ হতেই দলের অন্দরে ক্ষোভ দেখা দেয় । দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী । এরপর থেকেই তিনি সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতে শুরু করেন । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানা প্রশ্ন তোলেন । দল ও দলনেত্রীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করায় মিহির গোস্বামীর বিরুদ্ধে সরব হয় দলেরই একাংশ । এমনকী জেলা সভাপতিকে পাশে বসিয়ে মিহির গোস্বামীকে আক্রমণ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ । আক্রমণ পালটা আক্রমণের পর বিধায়ক মিহির গোস্বামী কার্যত তৃণমূলে থাকছেন না বলে মনে করছে রাজনৈতিক মহল ।
জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মিহির গোস্বামীর পাশে সিতাইয়ের বিধায়ক তারপরই আজ মিহিরবাবুর পাশে দাঁড়িয়ে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সিতাইয়ের বিধায়ক ৷ বলেন," আমাদের সবার উচিত ওঁকে বোঝানো ।" যদিও বিধায়কের এই মন্তব্যের প্রেক্ষিতে জেলা নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷