কোচবিহার, 23 ডিসেম্বর:শিক্ষাক্ষেত্রে বেআইনি নিয়োগ (Teacher Recruitment Scam) নিয়ে আবারও চর্চায় কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জের (Mekliganj) ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় ৷ উল্লেখ্য, একটা সময় এই স্কুলেই চাকরি করতেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী (Ankita Adhikary) ৷ পরে আদালতের নির্দেশে সেই চাকরি খোয়াতে হয় অঙ্কিতাকে ৷ জানা যায়, যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল মন্ত্রীকন্য়াকে ৷ প্রভাবশালী বাবার সৌজন্যেই এই বিশেষ সুবিধা পেয়েছিলেন তিনি ! এবার সেই স্কুলেরই আর এক শিক্ষিকার নিয়োগ নিয়ে উঠল প্রশ্ন ৷
যে শিক্ষিকাকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে, তাঁর নাম কণিকা বর্মন ৷ আগে তিনি দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জ হাইস্কুলে চাকরি করতেন ৷ তিন বছর আগে মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস হাইস্কুলে 'মিউচুয়াল ট্রান্সফার' নিয়ে আসেন ৷ তখন থেকেই এই স্কুলে ইংরেজি পড়ান তিনি ৷ এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবারই নবম-দশম শ্রেণিতে চাকরিপ্রাপ্ত 952 জন শিক্ষক-শিক্ষিকার ওএমআর শিট প্রকাশ করে এসএসসি কর্তৃপক্ষ ৷ সেই তালিকায় নাম রয়েছে কণিকা বর্মনের ! প্রশ্ন উঠছে, তাহলে কি অঙ্কিতার মতো তিনিও অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন ?