কোচবিহার, 28 ফেব্রুয়ারি : জলসেচের কাজে কৃষকদের নিম্নমানের পাইপ বিতরন করার অভিযোগ উঠল দিনহাটা-1 ব্লকে। গোটা বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন ব্লকের চাষিরা । অবিলম্বে ওই পাইপ বদলের দাবি তুলেছেন তাঁরা । তবে গোটা বিষয়টি নিয়ে কৃষিবিভাগের পক্ষ থেকে কোনও মন্তব্য মেলেনি ।
প্রধানমন্ত্রী কৃষিসঞ্চয় যোজনা প্রকল্পে দিনহাট-1 ব্লকের কৃষকদের জলসেচ সামগ্রী বিতরণ করা হয় । বরাদ্দ হয় 65 টি পাম্পসেট । অভিযোগ, জলসেচের জন্য যে পাইপ দেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের । ফলে চাষিরা ওই পাইপ ব্যবহার করতে রাজি হননি । গিতালদহের নবনী গ্রামের চাষি নাসিরুদ্দিন আহমেদ বলেন, "কৃষিদপ্তর থেকে পাম্পসেট সামগ্রী হিসাবে পাইপ সহ পাম্পসেট পেয়েছি । কিন্তু যে পাইপ দিয়েছে তা নিম্নমানের । তাই ওগুলি বদলের দাবি জানাচ্ছি ।"