কোচবিহার, 9 জুন : মাংস কাটাকে কেন্দ্র তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা ব্যবসায়ীদের । যে ঘটনার রেশ গিয়ে পড়ল বাজারের মধ্যে থাকা বিজেপির দলীয় কার্যালয়ের উপর ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে ৷ বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।
এই ঘটনায় বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি মহেন্দ্রনাথ বর্মন জানান, বাজারে মাংস কাটাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে মাংস বিক্রেতাদের ঝামেলা হয় । সেই বচসার মাঝেই লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে তৃণমূলের লোকজন বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় । অভিযোগ বিজেপি সমর্থকদের বেশ কিছু বাইক ভাঙচুর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এমনকি ভাঙচুর করার পর তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় ভাঙা বিজেপি কার্যালয়ে ৷