দিনহাটা, 7 নভেম্বর : তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । শনিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 ব্লকের পেটলা এলাকায় । ঘটনায় গুরুতর জখম অবস্থায় উপপ্রধান বণিক রায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ।
পেটলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বণিক রায় স্থানীয় একটি ক্লাব থেকে বেরিয়ে ফেরার পথে বাড়ির সামনে একটা ফাঁকা জায়গায় একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর উপর হামলা চালায় । চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷