পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমি নিয়ে বিবাদের জেরে পুলিশকর্মীকে খুনের অভিযোগ - জমি নিয়ে বিবাদের জেরে পুলিশকর্মী খুন

ওই পুলিশকর্মীর দিদি সুমিত্রা রায় জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে তাঁদের প্রায় 9 বিঘা জমি অন্য একটি পরিবার জোর করে দখল করেছিল । সেই জমি নিয়ে ডিএলআরও কোর্টে মামলা হলে রায় তাঁদের পক্ষে যায় । কিন্তু তারপরেও জমির দখল ছাড়তে রাজি হয়নি ওই পরিবারটি ।

পুলিশকর্মী খুন
পুলিশকর্মী খুন

By

Published : Mar 21, 2021, 10:56 PM IST

কোচবিহার, 21 মার্চ : জমি নিয়ে বিবাদের জেরে এক পুলিশকর্মীকে খুন করার অভিযোগ উঠল ৷ রবিবার দুপুরে কোচবিহার কোতোয়ালি থানা এলাকার চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার খ্যাগের কুঠি গ্রামে ওই ঘটনা ঘটেছে । নিহত ওই যুবকের নাম মিঠুন রায় । তিনি আলিপুরদুয়ার জেলায় পুলিশে কর্মরত ছিলেন ।


ওই পুলিশকর্মীর দিদি সুমিত্রা রায় জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে তাঁদের প্রায় 9 বিঘা জমি অন্য একটি পরিবার জোর করে দখল করেছিল । সেই জমি নিয়ে ডিএলআরও কোর্টে মামলা হলে রায় তাঁদের পক্ষে যায় । কিন্তু তারপরেও জমির দখল ছাড়তে রাজি হয়নি ওই পরিবারটি । এদিন ওই জমিতে থাকা একটি পুকুরে মাছ মারতে যান মিঠুন । তখন একদল দুষ্কৃতী এসে মিঠুন ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন যুবককে বাঁশ, বাটাম দিয়ে হামলা করে । মিঠুনের পেটে ছুরি দিয়ে আঘাত করে জলের মধ্যে ফেলে দেওয়া হয় ।

এরপর ওই স্থানীয়রা মিঠুনকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় ওই পুলিশকর্মীর পরিবারের তরফে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details