ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar School Problem: শিক্ষকের দেখা না-পেয়ে ঘরে ফিরছে স্কুল পড়ুয়ারা, দেখলেন বিডিও - ছোট কুচলিবাড়ি পঞ্চম যোজনা প্রাথমিক বিদ্যালয়

সঠিক সময়ে স্কুলে না-আসার অভিযোগ উঠেছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট কুচলিবাড়ি পঞ্চম যোজনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে (Cooch Behar School Problem) ৷

ETV Bharat
Cooch Behar School Problem
author img

By

Published : Nov 1, 2022, 10:30 PM IST

কোচবিহার, 1 নভেম্বর: বিদ্যালয়ে প্রতিদিন সময় মত আসছেন না শিক্ষক, আসেন 12টার পরে, কোনও দিন দুপুর 1টার পরে ৷ শিক্ষকের অপেক্ষায় থাকতে থাকতে অনেক পড়ুয়াই বাড়ি চলে যায় ৷ ঘটনা কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট কুচলিবাড়ি পঞ্চম যোজনা প্রাথমিক বিদ্যালয়ের ৷ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ জানিয়েছিলেন বিডিওকে (Cooch Behar School Problem) ৷

সেই অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার ওই স্কুলে যান মেখলিগঞ্জের বিডিও অরুণকুমার সামন্ত ৷ স্কুলে গিয়ে বিডিও নিজেও হতবাক হয়ে যান । তাঁর চোখে পড়ে স্কুল পড়ুয়াদের মধ্যে কেউ কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাড়ি ফিরে যাচ্ছে ৷ কেউ আবার স্কুলের বাইরে দাঁড়িয়ে শিক্ষকের অপেক্ষা করছে ৷ ঘড়ির কাটায় বেলা সাড়ে 12টা পেরিয়ে গেলেও স্কুলের কোনও শিক্ষক তখনও আসেননি (allegation of irregularities in teachers presence in school)।

শিক্ষকের দেখা না পেয়ে ফিরছে স্কুল পড়ুয়ারা

আরও পড়ুন: শীত আসতেই পর্যটক টানতে তৈরি হরিশ্চন্দ্রপুরের ডিয়ার পার্ক

বিডিও এই বিষয়টি তৎক্ষণাৎ জানান, মেখলিগঞ্জ দক্ষিণ সার্কেলের স্কুল পরিদর্শককে । এ প্রসঙ্গে বিডিও অরুণ কুমার সামন্ত বলেন, "এই গ্রামের অনেকেই অভিযোগ জানিয়েছেন শিক্ষকরা ঠিকমতো স্কুলে আসে না । তাই এদিন স্কুলে এসে শিক্ষকদের বিরূদ্ধে যে অভিযোগ উঠছে তা নিজের চোখে দেখলাম । বিষয়টি স্কুল পরিদর্শককে জানানো হয়েছে । এসডিওকেও বিষয়টি জানানো হবে ।"

এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ভূষণ অধিকারীকে প্রশ্ন করা হলে তাঁর দাবি, স্কুলে আসার জন্য সঠিক সময়েই বের হয়েছিলেন । কিন্তু হঠাৎ বাইকের চাকা লিক হয়ে যায় । তাতেই দেরি হয় ৷ অন্যান্য শিক্ষকরা কেন আসেননি এই প্রশ্নে তাঁর জবাব, তাঁকে মৌখিকভাবে অন্য শিক্ষকরা স্কুলে না আসার বিষয়টি জানিয়েছিলেন ৷ কিন্তু কেউ লিখিতভাবে জানাননি । স্কুল পরিদর্শক বরুণ বিশ্বাস জানিয়েছেন, স্কুল শিক্ষকদের শো-কজ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details