কোচবিহার, 16 অক্টোবর : বিশ্ববিদ্যালয়ে PhD ভরতির ক্ষেত্রে করা হয়েছে অনিয়ম । এই অভিযোগ তুলে আজ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল PhD-তে আবেদনকারী অন্যান্য পড়ুয়ারা । কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ।
2019-20 সালের সংস্কৃতের Phd স্তরে ভরতির জন্য 1 অক্টোবর কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে তালিকা প্রকাশিত হয় । প্রথম তালিকা প্রকাশের ঘণ্টাখানেক পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আর একটি তালিকা প্রকাশ করা হয় । অভিযোগ, প্রথম তালিকায় 22 নম্বরে নাম ছিল শিবেন রায়ের । কিন্তু দ্বিতীয় তালিকায় 22 নম্বরে নাম রয়েছে অমল সরকারের । বিক্ষোভকারীদের দাবি, এই অমল সরকার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ প্রধানের আত্মীয় । তাই নিয়মবহির্ভূতভাবে ওই আত্মীয়র নাম তালিকায় প্রকাশ করা হয়েছে । শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) নিয়ম ভাঙা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের ।