পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PhD-তে ভরতি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, কোচবিহারে বিক্ষোভ আবেদনকারীদের - পিএইচডি

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তালিকায় নিয়মবহির্ভূতভাবে অধ্যাপকের আত্মীয়র নাম । শুধু তাই নয়, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন(UGC)-এর নিয়ম ভাঙা হয়েছে বলেও অভিযোগ । বিক্ষোভ দেখালো অন্যান্য আবেদনকারীরা ।

বিক্ষোভ

By

Published : Oct 16, 2019, 11:28 PM IST

কোচবিহার, 16 অক্টোবর : বিশ্ববিদ্যালয়ে PhD ভরতির ক্ষেত্রে করা হয়েছে অনিয়ম । এই অভিযোগ তুলে আজ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাল PhD-তে আবেদনকারী অন্যান্য পড়ুয়ারা । কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ।

2019-20 সালের সংস্কৃতের Phd স্তরে ভরতির জন্য 1 অক্টোবর কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে তালিকা প্রকাশিত হয় । প্রথম তালিকা প্রকাশের ঘণ্টাখানেক পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আর একটি তালিকা প্রকাশ করা হয় । অভিযোগ, প্রথম তালিকায় 22 নম্বরে নাম ছিল শিবেন রায়ের । কিন্তু দ্বিতীয় তালিকায় 22 নম্বরে নাম রয়েছে অমল সরকারের । বিক্ষোভকারীদের দাবি, এই অমল সরকার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ প্রধানের আত্মীয় । তাই নিয়মবহির্ভূতভাবে ওই আত্মীয়র নাম তালিকায় প্রকাশ করা হয়েছে । শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) নিয়ম ভাঙা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের ।

এক বিক্ষোভকারী জানান, PhD-তে ভরতির জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখান বলা হয় স্নাতকোত্তর উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন । সে ক্ষেত্রে স্নাতকোত্তর স্তরের শংসাপত্র জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে । 16 অগাস্ট স্নাতকোত্তর স্তরের ফলাফল প্রকাশিত হয় । আর PhD-র জন্য আবেদনের শেষ তারিখ ছিল 10 অগাস্ট । তাহলে সে ক্ষেত্রে কী করে PhD-তে ভরতির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তালিকায় সে সব আবেদনকারীর নাম রয়েছে । তাই PhD-তে ভরতি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান কিছু আবেদনকারী । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও কোচবিহার জেলা প্রশাসনকে ডেপুটেশন দেয় ।

বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন সংস্কৃত বিভাগের প্রধান হরিদাস সরকার । তিনি বলেন, "এই অভিযোগ সম্পূরণ ভিত্তিহীন ।"

ABOUT THE AUTHOR

...view details