পশ্চিমবঙ্গ

west bengal

ত্রাণের গাড়ি আটকানোর অভিযোগ, দিনহাটা থানার সামনে ধরনায় BJP সাংসদ নিশীথ

নিশীথ প্রামাণিকের অভিযোগ, কয়েকদিন ধরেই বারবার ত্রাণের গাড়ি আটকাচ্ছে পুলিশ । আজ দুপুরেই দুটো গাড়ি আটকে দেয় দিনহাটা থানার পুলিশ ।

By

Published : May 2, 2020, 7:41 PM IST

Published : May 2, 2020, 7:41 PM IST

ছবি
ছবি

কোচবিহার, 2 মে : ত্রাণের গাড়ি এলাকায় ঢুকতে দিচ্ছে না পুলিশ । এমনই অভিযোগ তুলে আজ দিনহাটা থানার সামনে ধরনায় বসলেন BJP সাংসদ নিশীথ প্রামাণিক । তাঁর দাবি, প্রশাসন ও পুলিশ এক হয়ে চক্রান্ত করে ত্রাণ সামগ্রী বিলি করতে দিচ্ছে না BJP নেতা কর্মীদের ।

লকডাউনে সমস্য়ায় রয়েছেন মানুষজন । অনেকেই অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছেন । এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় সাতটি গাড়ির মাধ্যমে গ্রামে গ্রামে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করছেন BJP সাংসদ নিশীথ প্রামাণিক । তাঁর অভিযোগ, কয়েকদিন ধরেই বারবার ত্রাণের গাড়ি আটকাচ্ছে পুলিশ । আজ দুপুরেই দুটো গাড়ি আটকে দেয় দিনহাটা থানার পুলিশ । এরপরই কর্মী সমর্থকদের নিয়ে দিনহাটা থানার সামনে ধরনায় বসেন নিশীথ । তিনি বলেন, "প্রশাসন ও পুলিশ এক হয়ে চক্রান্ত করে ত্রাণ সামগ্রী বিলি করতে দিচ্ছে না আমাদের । পিসি-ভাইপো মিলে নির্দেশ দিয়ে এই কাজ করিয়েছে।"

পুলিশ কেন গাড়ি আটকেছে, এনিয়ে জানতে চাওয়া হলে কোনও মন্তব্য করা হয়নি দিনহাটা থানা পুলিশের তরফে ।

ABOUT THE AUTHOR

...view details