মাথাভাঙা, 8 জুন : ফের একশো দিনের কাজে বঞ্চনার অভিযোগ করল বিজেপি ৷ আর তারই প্রতিবাদে কোচবিহারের মাথাভাঙা 2নং ব্লকে মাথাভাঙা-ফালাকাটা রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা । তাঁদের অভিযোগ, একশো দিনের কাজে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দফতর থেকে নিজেদের লোকজনদের নিযুক্ত করা হচ্ছে ৷ কিন্তু বিরোধী বিজেপি সমর্থকদের একশো দিনের কাজে বঞ্চিত করা হচ্ছে ৷
স্থানীয় বিজেপি নেতারা অভিযোগ করেছেন, তৃণমূল পরিচালিত রুইডাঙা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের 100 দিনের কাজ দেওয়া হচ্ছে । বিজেপি কর্মী-সমর্থকদের বঞ্চিত রাখা হচ্ছে । বাধ্য হয়ে তাই তাঁরা দু’ঘণ্টার প্রতীকী পথ অবরোধ করেছেন । পরবর্তী সময়ে সব দলের কর্মীদের সমান সুযোগ না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় গেরুয়া বাহিনী ৷