পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Allegation of cheating : চাকরির নামে প্রতারণার অভিযোগে ধৃত পঞ্চায়েত সমিতির সদস্য - চাকরির নামে প্রতারণা

চাকরির নাম করে 5 লক্ষ টাকা আত্মসাৎ ৷ অভিযোগের তির দিনহাটা পঞ্চায়েত সমিতির সদস্যের দিকে ৷ অভিযোগ অস্বীকার অভিযুক্তের (Allegation of cheating)৷

Allegation of cheating
প্রতারণার অভিযোগ পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে

By

Published : May 6, 2022, 7:35 PM IST

কোচবিহার, 6 মে: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের দিকে ৷ অভিযুক্ত তৃণমূল নেতা জিল একরামকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ ৷ বাণেশ্বরের যুবক মটন কার্জির অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার অভিযুক্ত (Allegation of cheating) ৷

অভিযোগ, বছর চারেক আগে পিএসসিতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বাণেশ্বরের বাসিন্দা মটন কার্জির থেকে টাকা নিয়েছিলেন অভিযুক্ত জিল একরাম ৷ দীর্ঘদিন অতিক্রান্ত হলেও চাকরি না মেলায় টাকা ফেরৎ চান ওই ব্যক্তি ৷ টাকা ফেরৎ না দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেন একরাম বলে অভিযোগ ৷ এরপরেই স্থানীয় থনায় অভিযোগ দায়ের করেন ওই যুবক ৷ সেই অভিযোগের ভিত্তিতেই জিল একরামকে গ্রেফতার করে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ ৷

আরও পড়ুন: Job Fraud Case : চাকরির নামে প্রতারণা চক্রের হদিশ, ধৃত এক মহিলা

উল্লেখ্য, অভিযুক্ত জিল একরাম দিনহাটার গিতালদহের নারায়ণগঞ্জের বাসিন্দা ৷ একটি প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ অতীতে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের ঘনিষ্ঠ ছিলেন ৷ তবে বর্তমানে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details