পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনহাটায় দোকান খোলা নিয়ে ব‍্যবসায়ীদের সঙ্গে বৈঠক প্রশাসনের - coachbihar

দিনহাটা শহরে দোকান খোলা নিয়ে ব‍্যবসায়ীদের সঙ্গে বৈঠক পৌরসভা ও পুলিশের ।

coachbihar
দিনহাটা

By

Published : May 5, 2020, 7:41 PM IST

কোচবিহার , 5 মে : দিনহাটা শহরে দোকান খোলা নিয়ে ব‍্যবসায়ীদের সঙ্গে বৈঠক করল পৌরসভা ও পুলিশ। আজ দুপুরে এই বৈঠক হয়। বৈঠকে ঠিক হয়, আগামীকাল থেকে শাক-সবজি, মাছ ও মাংসের দোকান সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য দোকান 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে।

রাজ‍্য সরকার সোমবার থেকে বিভিন্ন দোকান খুলতে বললেও দিনহাটায় আজ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্য কোনও দোকান খোলেনি। কোন কোন দোকান খুলবে, কতক্ষণ খোলা থাকবে এনিয়ে ব‍্যবসায়ীদের মধ্যে ধোঁয়াশা রয়েছে । তাই আজ দুপুরে ব‍্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ ।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে শাক -সবজি, মাছ ও মাংসের দোকান সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকবে। অন‍্যান‍্য দোকান সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। দিনহাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, "দোকান খোলা নিয়ে আজ ব‍্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details