পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Majid Ansari Murder : ছাত্রনেতা মজিদ আনসারি হত্যাকাণ্ডে বেকসুর খালাস 6 অভিযুক্ত - বেকসুর খালস করল কোচবিহারের জেলা আদালত

ছাত্র নেতা মজিদ আনসারির হত্যাকাণ্ডে 6 অভিযুক্তকে বেকসুর খালাস করল কোচবিহার জেলা আদালত ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিহত ছাত্র নেতার পরিবাররে সদস্যদের (Majid Ansari Murder) ৷

Majid Ansari Murder
ছাত্রনেতা মজিদ আনসারি হত্যাকাণ্ডে 6 অভিযুক্ত খালাস

By

Published : May 12, 2022, 7:54 AM IST

কোচবিহার, 12 মে: ছাত্র নেতা মজিদ আনসারি হত্যাকাণ্ডে 6 অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল কোচবিহার জেলা আদালত ৷ বুধবার বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী এই রায় ঘোষণা করেছেন ৷ জেলা দায়রা আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মৃত ছাত্রনেতার পরিবারের সদস্যরা (Majid Ansari Murder) ৷

ছাত্রনেতা মজিদ আনসারির হত্যায় বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম জড়িয়েছিল ৷ তাদের মধ্যে 14 জন অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ এদের মধ্যে 6 জনের বিরুদ্ধে খুনের চাক্রান্ত ও মামলার চার্জশিট জমা দিয়েছিল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ ৷ 2018 থেকে শুরু হয় এই মামলা ৷ প্রায় 4 বছর মামলা চলার পরে 6 অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল কোচবিহার জেলা আদালত ৷

আরও পড়ুন : Cossipore BJP Worker's Death : কাশীপুর কাণ্ডে লালবাজারের আতস কাচের তলায় রহস্যজনক গাড়ি

ঘটনার সূত্রপাত 2018 সালের 13 জুলাই ৷ কোচবিহার স্টেশন মোড় সংলগ্ন এলাকায় দিন-দুপুরে গুলিবিদ্ধ হয়েছিলেন কোচবিহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাজিদ আনসারি । পরে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে তাঁর মৃত্যু হয় । অভিযোগ, কলেজের দখলদারি ঘিরে শাসকদলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের কারণে ওই গুলি চালানোর ঘটনা ঘটে । ছাত্র নেতার মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম জড়িয়ে পড়ে । বুধবারের রায় ঘোষণার পরেই মাজিদ আনসারীর দাদা সাজিদ আনসারী জানান, কোচবিহার আদালতের এই রায়ের অখুশি তাঁরা । তাই উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details