পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহার বিমানবন্দর থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হল বিমান, ক্ষতি 50 লাখ - aircraft taken back to Bagdogra

প্রায় দেড়মাস পর গতকাল বিকেলে কোচবিহার বিমানবন্দর থেকে ফেরত গেল BJP সাংসদ নিশীথ প্রামাণিককে নিয়ে নামা বিমান ।

বিমান

By

Published : Sep 10, 2019, 9:50 AM IST

Updated : Sep 10, 2019, 2:08 PM IST

কোচবিহার, 10 সেপ্টেম্বর : কোচবিহার বিমানবন্দরে বিমান চালুর আশা জাগিয়েছিলেন BJP সাংসদ নিশীথ প্রামাণিক ৷ বিমান নিয়ে নেমেছিলেন এই বিমানবন্দরে ৷ কিন্তু, দেড়মাসের মতো পড়ে থাকার পর গতকাল বিকেল পাঁচটা নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে বিমানটি বাগডোগরার উদ্দেশে রওনা দেয় । এই ঘটনার পর কোচবিহার থেকে বিমান পরিষেবা চালুর আসা অনেকটাই ক্ষীণ হয়ে গেল বলে আশঙ্কা কোচবিহারের বাসিন্দাদের ।

27 জুলাই কোচবিহার বিমানবন্দরে একটি ছোটো বিমান নিয়ে নামেন নিশীথ প্রামাণিক । সেদিন তিনি জানান, অগাস্টের প্রথম থেকেই কোচবিহার-বাগডোগরা এবং কোচবিহার-গুয়াহাটির মধ্যে বিমান চলাচল করবে । তাঁর সেই ঘোষণার পরদিনই বিমানবন্দর থেকে নিরাপত্তারক্ষী তুলে নেয় রাজ্য সরকার । এরপরই বিমান পরিষেবা চালু নিয়ে কার্যত অনিশ্চয়তা দেখা দেয় । পরবর্তীতে বিমানবন্দরে 17 জন অবসরপ্রাপ্ত সেনাকে এজেন্সি মারফত নিয়োগ করা হয় । বেশ কিছুদিন বিমানবন্দরে তাঁরা কাজও করেন । এরপর 4 অগাস্ট রাজ্য সরকার কোচবিহার বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে বেশ কিছু পুলিশ দেয় । দমকলও দেওয়া হয় । এরপরই 19 অগাস্ট বিমানবন্দর থেকে নোটাম উঠে যায় । ফলে স্বাভাবিক হয় বিমানবন্দরের পরিস্থিতি ।

দেখুন ভিডিয়ো

সংস্থা সূত্রে জানা গেছে, গত দেড় মাসে অন্তত 50 লাখ টাকার ক্ষতি হয়েছে । কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, "কোচবিহার থেকে বিমান পরিষেবা চালুর চেষ্টা হয়েছিল । কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই সেই আশা নষ্ট হয়ে গেল ।"

বিমানসংস্থার অপারেশন ডিরেক্টর দীপক ছেত্রী বলেন, "প্রচুর আর্থিক ক্ষতি সত্ত্বেও আমরা বিমানবন্দরে বিমানটি রেখে দিয়েছিলাম । গতকাল তা ফেরত নিয়ে গেলাম । জানি না এরপর কী হবে । গোটা বিষয়টি সাংসদকে জানানো হবে ।"

Last Updated : Sep 10, 2019, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details