কোচবিহার, 5 মে : প্রাথমিক শিক্ষিকাকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামল ভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির দিনহাটা শহরের লোকাল কমিটি। আজ এই দাবি তুলে দিনহাটার মহকুমাশাসককে ডেপুটেশন দেয় তারা। অভিযোগ , ওই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার 48 ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করেনি। তাই মহকুমাশাসকের হস্তক্ষেপ দাবি করা হল।
ধর্ষণে অভিযুক্ত নেতা অধরা, জমা ডেপুটেশন
ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন ভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির দিনহাটা শহরের লোকাল কমিটির ৷
কোচবিহারের এক প্রাথমিক স্কুলের শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের প্রভাবশালী নেতা তথা কোচবিহার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নুর আলম হোসেনের বিরুদ্ধে । ওই শিক্ষিকা দিনহাটার মহিলা থানায় অভিযোগ করেন। এই ঘটনার জেরে শোরগোল পড়ে যায় কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। ওই শিক্ষিকার স্বামীও তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্য। অভিযোগ দায়ের হওয়ার 48 ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার না করায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিষয়টি নিয়ে ভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির দিনহাটা শহরের লোকাল সম্পাদিকা সুজাতা চক্রবর্তী বলেন, "শাসক দলের নেতা হওয়ায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে না। তাই আন্দোলনে নেমেছি ৷"