পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash in Cooch Behar : জেলা সভাপতি পদে রদবদলের পরই ফের কোচবিহার তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষ, আহত পাঁচ - inner calsh in cooch behar district tmc

গোষ্ঠীকোন্দলের সমস্যা মেটাতেই বারবার কোচবিহার জেলা সভাপতি পদে বদল ঘটিয়েছে তৃণমূল ৷ কিন্তু সমস্যা মিটেছে কি ? জেলা তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যায় পার্থপ্রতীম রায় ও রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের কথা (TMC Inner Clash in Cooch Behar) ৷ সকালে জেলা সভাপতি বদলের ঘোষণার পরই সন্ধ্যায় ফের দুই অনুগামীদের সংঘর্ষ ৷ সমস্যা কি তবে রয়েই গেল ?

Cooch Behar TMC News
কোচবিহার তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষ

By

Published : Mar 9, 2022, 9:10 AM IST

Updated : Mar 9, 2022, 12:28 PM IST

কোচবিহার, 9 মার্চ : কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পদে রদবদল ৷ আর তার আঁচেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ৷ জখম পাঁচ ও আটক বেশ কয়েকজন ৷ এই দুই ঘটনাকে ঘিরেই মঙ্গলবার দিনভর সরগরম রইল কোচবিহার (Cooch Behar District TMC News) ৷

মঙ্গলবার নজরুল মঞ্চে দলীয় বৈঠকের পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহার জেলা তৃণমূল সভাপতির পদ থেকে গিরীন্দ্রনাথ বর্মনকে সরিয়ে সেখানে ফিরিয়ে আনা হয় প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়কে । এদিনের অনুষ্ঠানে রদবদলের ঘোষণার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, এরপরেও যদি কোনও অশান্তির ঘটনা ঘটে তাহলে কাউকে ছাড়া হবে না ।

আরও পড়ুন :Cooch Behar Municipality Chairman : কোচবিহার পৌরসভার চেয়ারম্যান কি রবীন্দ্রনাথই, তুঙ্গে জল্পনা

কোচবিহার জেলা তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের (Inner Clash in Cooch Behar District TMC) । প্রায়ই জেলার বিভিন্ন প্রান্তে শাসকদলের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । গোষ্ঠীদ্বন্দ্বের জেরে 2019 লোকসভা নির্বাচনে কোচবিহারে জয়ী হয় বিজেপি ৷ তারপরেই জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তৎকালীন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে । বদলে নিয়ে আসা হয় প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনকে । এর মাস ছয়েক পর ফের বিনয়কৃষ্ণকে সরিয়ে জেলা তৃণমূল সভাপতি পদে নিয়ে আসা হয় প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে । তাতেও কোন্দল না থামায় বছর দেড়েক পর পার্থ প্রতিম রায়কে সরিয়ে জেলা সভাপতি করা হয় গিরীন্দ্রনাথ বর্মনকে । কিন্তু জেলায় নিচুতলার পাশাপাশি উপরতলাতেও কোন্দল অব্যাহত থাকায় ছ'মাসের মাথায় ফের রদবদল । ফের জেলা সভাপতি পদে ফিরিয়ে আনা হল পার্থপ্রতিম রায়কে । নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর পার্থপ্রতীম রায় বলেন, "দিদি যে দায়িত্ব দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ । সবাইকে নিয়ে একসঙ্গে চলব ।"

পার্থপ্রতিম রায় জেলা সভাপতি পদে ফিরে আসার পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন অনুগামীরা, পাশাপাশি চলে সংঘর্ষও

আরও পড়ুন :Cooch Behar TMC Clash: কর্মাধ্যক্ষ বহিষ্কার ইস্যুতে ফের জেলা সভাপতিকে তোপ তৃণমূল বিধায়কের

এদিকে জেলা সভাপতি হিসেবে ফের পার্থপ্রতীম রায়ের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁর অনুগামীরা । মঙ্গলবার বিকেলে পার্থবাবুর বাড়ির সামনে বাজি ফাটানোর পাশাপাশি মিষ্টিমুখ করান পার্থর অনুগামীরা ।

অন্যদিকে, নেত্রীর জেলা সভাপতি পদে রদবদলের ঘোষণার পর মঙ্গলবার সন্ধ্যা থেকেই ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ মহকুমার বলরামপুর বাজার এলাকা ৷ জেলা তৃণমূলের নবনির্বাচিত সভাপতি পার্থপ্রতিম রায় এবং প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন 5 জন ৷ খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্হলে পৌঁছে দু’পক্ষকে হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয় ৷

আরও পড়ুন :TMC Clash : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত তুফানগঞ্জ

এই ঘটনায় রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান নীরেন্দ্রনাথ রায়ের অভিযোগ, গত 5 মার্চ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সিএডিসির বলরামপুর প্রকল্প পরিদর্শনে এলে কুমার নীরেন্দ্র নারায়ণ ও বেশ কয়েকজন কর্মী-সমর্থক তাঁর সঙ্গে ছিলেন । কেন নীরেন্দ্রবাবু সেখানে ছিলেন এই প্রশ্ন তুলে এদিন পার্থপ্রতীম রায়ের অনুগামী হিসেবে পরিচিত তথা বলরামপুর 1 ব্লকের অঞ্চল সভাপতি উত্তমকুমার বর্মন তাঁকে ফোনে হুমকি দেন । এর প্রতিবাদ করলে উত্তমবাবু কয়েকজনকে নিয়ে এসে দলীয় কার্যালয়ে অতর্কিতে তাঁদের উপর আক্রমণ করেন । ঘটনায় তাঁদের তরফের পাঁচজন গুরুতর আহত হন । বর্তমানে তাঁরা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলেই জানিয়েছেন উত্তমবাবু । এদিকে দু’পক্ষের গোলমালের জেরে বলরামপুর বাজারের সমস্ত দোকানপাট নিমেষে বন্ধ হয়ে যায় । আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা । স্পষ্ট করে কেউ না বললেও এই ঘটনা প্রমাণ করে যে ফের জেলা সভাপতি পদে রদবদলের জেরেই এই অশান্তি ৷

আরও পড়ুন :TMC Inner Clash in Dinhata : তৃণমূলের সভার বাইরে বোমাবাজি, উত্তপ্ত দিনহাটা

Last Updated : Mar 9, 2022, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details