পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sitalkuchi Suicide : প্রেমিকের সঙ্গে ঝামেলা, ভিডিয়ো কল করে আত্মঘাতী কলেজ ছাত্রী ! - শীতলকুচিতে প্রেমিকের সঙ্গে ঝামেলা বছর একুশের প্রেমিকার

কোচবিহারের শীতলকুচিতে প্রেমিকের সঙ্গে ঝামেলা বছর একুশের প্রেমিকার ৷ অভিমানে ভিডিয়ো কল করে আত্মঘাতী হন তরুণী (after misscommunication with boyfriend college student died by suicide) !

Sitalkuchi Suicide :
Sitalkuchi Suicide :

By

Published : May 29, 2022, 11:04 PM IST

কোচবিহার, 29 মে :এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের (after misscommunication with boyfriend college student died by suicide)। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে কোচবিহারের শীতলকুচি ব্লকের জটামারি এলাকায়। মৃত তরুণীর নাম মানসী বর্মন, বয়স 21 বছর।

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, খলিসামারি গ্রাম পঞ্চায়েতের সাঙ্গারবাড়ি এলাকার এক যুবকের সঙ্গে তাঁর বেশ কয়েকদিনের প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরেই প্রেমিকের সঙ্গে ঝামেলা চলছিল ওই তরুণীর। রবিবার দুপুরে বাড়ি ফাঁকা ছিল। সেই সময় তরুণী আত্মঘাতী হন বলে দাবি পরিবারের। পরিবারের আরও দাবি এদিন ওই যুবকের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে তারপর আত্মঘাতী হন তিনি ৷ তাহলে কি ওই যুবক সম্প্রতি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ? যা নিয়ে দুজনের মধ্যে অশান্তি হয় ? না কি এর পিছনে অন্য কোনও কারণ ? তদন্তে পুলিশ ৷

আরো পড়ুন :শহরে ফের উদ্ধার উঠতি মডেলের ঝুলন্ত দেহ, উঠছে অবসাদের তত্ত্ব

এই বিষয়ে শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। দেহটি ময়না তদন্তে জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। মৃতা ছাত্রীর পরিবারের লোকজন ভিডিয়ো কলের বিষয়টি বলছে। মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷

ABOUT THE AUTHOR

...view details