কোচবিহার, 28 জুলাই: প্রেমের ফাঁদে পড়ে প্রতারিত হয়ে কোচবিহারের এক যুবতী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ৷ অভিযুক্ত যুবক আকিমুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ, মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে ভিনরাজ্যে নিয়ে যায় অভিযুক্ত ৷ তাঁর সঙ্গে সহবাসও করে ৷ কিন্তু বাড়ি ফিরে বিয়ে করতে অস্বীকার করে ৷ তার জেরেই মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক৷ তাঁকে শিলিগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷
এই ঘটনায় জড়িয়ে গিয়েছে রাজনীতি ৷ অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই নিয়ে গ্রামে সালিশি সভা বসায় ৷ বিষয়টি মিটমাট করে নিতে অভিযুক্তের পরিবারকে লক্ষাধিক টাকা জরিমানাও করা হয় ৷ অভিযুক্তের পরিবারের দাবি, তারা কয়েক হাজার টাকা তৃণমূলের নেতাদের দিয়েছে ৷ নির্যাতিতার পরিবারকে তৃণমূলের তরফে কিছু টাকা দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ৷ তাই টাকার বদলে পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের বক্সিরহাট থানা এলাকায় ৷ গত 18 জুলাই ওই যুবক-যুবতী বাড়ি থেকে পালিয়ে অসমের গুয়াহাটি চলে যান ৷ সেখানে একটি হোটেলে তাঁরা ছিলেন ৷ সেখানেই তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় ৷ কয়েকদিন পর তাঁরা সেখান থেকে বাড়ি ফিরে আসেন ৷ অভিযোগ, বাড়ি ফেরার পর আকিমুল তাঁকে বিয়ে করতে অস্বীকার করে ৷ এই নিয়ে দু’জনের বিবাদ তৈরি হয় ৷ তার জেরেই মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেন ৷
আরও পড়ুন:প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, ধৃত 4
পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান ৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু সেখানেও মেয়েটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না দেখে মেডিক্যাল বোর্ড তাঁকে শিলিগুড়িতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় ৷ সেই মতো শুক্রবার তাকে পাঠানো হয় শিলিগুড়িতে ৷ কোচবিহারের ডিএসপি (সদর) চন্দন দাস জানান, গ্রিন করিডর করে মেয়েটিকে শিলিগুড়িতে পাঠানো হয়েছে ৷ তবে কোথায় তাঁকে ভরতি করা হচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি ৷
এদিকে এই ঘটনার পর পরই ওই গ্রামে স্থানীয় তৃণমূল নেতারা শালিসি সভা বসায় বলে অভিযোগ । ওই অভিযুক্তের পরিবারকে 3 লক্ষ 70 হাজার টাকা ফাইন করা হয় । ইতিমধ্যে অভিযুক্তের পরিবার স্থানীয় তৃণমূল নেতাদেরকে 70 হাজার টাকা দিয়েছে বলে জানা গিয়েছে । যদিও এবিষয়ে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চায়নি । তৃণমূলের অঞ্চল সভাপতি ফুলচাঁদ বর্মন বলেন, ‘‘বিষয়টি জানা নেই ।’’
তবে ওই নির্যাতিতার মায়ের দাবি, ‘‘স্থানীয় তৃণমূল নেতারা মেয়ের চিকিৎসার জন্য 20 হাজার টাকা দিয়েছেন । বাকি কিছু জানি না ।’’ আর বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, ‘‘টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিল ।’’ অন্যদিকে কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘তুফানগঞ্জে নির্যাতনের ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।’’
আরও পড়ুন:নির্যাতিতা নাবালিকার মৃত্যু ঘিরে উত্তপ্ত কোচবিহার, তুঙ্গে রাজনৈতিক তরজা
সম্প্রতি কোচবিহারের এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণের অভিযোগ ওঠে ৷ পরে সেই নাবালিকার মৃত্যু হয় ৷ এই উত্তাল কোচবিহার ৷ বিক্ষোভ, ছাত্র ধর্মঘটও হয়েছে ৷ রাজ্য রাজনীতিতেও এর প্রভাব পড়েছে ৷ তার মধ্যে নতুন করে আরও একটি নারী নির্যাতনের ঘটনা সামনে আসায় ফের উত্তরবঙ্গের এই জেলায় ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে ৷