পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BDO অফিসের পুরানো জিনিস পাচারের অভিযোগে ট্রাক আটকাল BJP

কোচবিহার 1 ব্লকের BDO অফিসের গোডাউন থেকে বেআইনিভাবে পুরানো লোহা, বাসনপত্র পাচার করা হচ্ছে ৷ এমনই অভিযোগ তুলে ট্রাক আটকে দিলেন BJP নেতা কর্মীরা ৷ BJP নেতা কর্মীদের অভিযোগ, BDO এবং স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এই কাজ হচ্ছিল ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেন BDO ৷ তিনি বলেন, নিয়ম মেনেই এই কাজ চলছিল ৷

accusation-of-illegal-scrap-summgling-bjp-holds-truck-at-coachbihar
কোচবিহার BDO অফিসে পুরনো জিনিস পাচারের অভিযোগে ট্রাক আটকাল BJP

By

Published : Mar 14, 2020, 10:57 AM IST

Updated : Mar 14, 2020, 11:27 AM IST

কোচবিহার, 14 মার্চ : BDO অফিসের গোডাউন থেকে পুরানো লোহা, বাসনপত্র বেআইনিভাবে পাচার করা হচ্ছে । এই অভিযোগ তুলে মালবোঝাই ট্রাক আটকে দিলেন BJP নেতা কর্মীরা । গতকাল দুপুরে কোচবিহার 1 ব্লকের BDO অফিসের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় । BJP নেতৃত্বের অভিযোগ, কোনওরকম টেন্ডার ছাড়াই বেআইনিভাবে BDO অফিসের জিনিসপত্র পাচার করা হচ্ছিল । স্থানীয় BDO এবং তৃণমূল নেতাদের মদতে এই পাচারের কাজ চলছিল । যদিও অভিযোগ অস্বীকার করেছেন BDO।

BDO অফিসের পুরানো জিনিস পাচারের অভিযোগে ট্রাক আটকাল BJP

জানা গিয়েছে, গতকাল কোচবিহার 1 ব্লকের BDO অফিস ধনুয়াবাড়িতে একটি ট্রাকের মধ্যে অফিসের গোডাউন থেকে বেশকিছু লোহা, বাসনপত্র সহ পুরানো জিনিস বোঝাই করা হচ্ছিল । সেসময় BJP নেতাকর্মীরা সেখানে গিয়ে হাজির হন । যে এজেন্সি সেইসমস্ত জিনিসপত্র তুলছিল তাদের কাছে টেন্ডারের কাগজপত্র দেখতে চান তাঁরা । কিন্তু ওই কর্মীরা টেন্ডারের কাগজপত্র না দেখাতে পারায় সেই কাজ আটকে দেওয়া হয় । BJP-র মণ্ডল সভাপতি অভিরাম প্রামাণিক বলেন, ‘‘বেআইনিভাবে BDO অফিসের জিনিসপত্র গোডাউন থেকে পাচার করা হচ্ছিল । এর আগেও এই গোডাউন থেকে কাঠ, লোহা পাচার করা হয়েছে ৷ BDO এবং তৃণমূল নেতাদের মদতে এই পাচার করা হচ্ছিল । ’’

যদিও কোচবিহার- 1 পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের চন্দ্রকান্ত রায় বলেন, "পুরানো কিছু কাগজপত্র নেওয়ার কথা ছিল । লোহা নেওয়ার অভিযোগ আমার জানা নেই ।" অপরদিকে কোচবিহার-1 ব্লকের BDO গঙ্গা ছেত্রী বলেন, ‘‘নিয়ম মেনেই এজেন্সি জিনিসপত্র নিতে এসেছিল । কিন্তু সেটা আটকে দেওয়া হয়েছে । তাই সেই মালপত্র আবার নামিয়ে রাখা হয়েছে । পরে এ বিষয়ে পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত নিলে এই কাজ করা হবে ৷’’

Last Updated : Mar 14, 2020, 11:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details