তুফানগঞ্জ, 29 মে : তুফানগঞ্জ কলেজে ছাত্র সংসদের ঘর দখলের অভিযোগ উঠল ABVP-র বিরুদ্ধে। গতকাল দুপুরে ABVP সমর্থকরা ইউনিয়ন রুমের বাইরে তাদের ফ্লেক্স লাগিয়ে দেয়। পাশাপাশি ঘরে তালা ঝুলিয়ে দেয় বলেও অভিযোগ।
গত কয়েক বছর ধরে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ছাত্র সংসদের ঘরটিও TMCP দখল করে রেখেছিল বলে অভিযোগ। ২৩ মে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই নাকি কলেজে আসা বন্ধ করে দেয় TMCP নেতা কর্মীরা। তখন থেকে ছাত্র সংসদের ঘরটিও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।