পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তুফানগঞ্জ কলেজে ছাত্র সংসদের ঘর দখলের অভিযোগ ABVP-র বিরুদ্ধে - abvp allegedly capture tufangunj college's union room

তুফানগঞ্জ কলেজে ছাত্র সংসদের ঘর দখল করে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল । যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে ABVP।

তুফানগঞ্জ কলেজ

By

Published : May 29, 2019, 5:58 AM IST

তুফানগঞ্জ, 29 মে : তুফানগঞ্জ কলেজে ছাত্র সংসদের ঘর দখলের অভিযোগ উঠল ABVP-র বিরুদ্ধে। গতকাল দুপুরে ABVP সমর্থকরা ইউনিয়ন রুমের বাইরে তাদের ফ্লেক্স লাগিয়ে দেয়। পাশাপাশি ঘরে তালা ঝুলিয়ে দেয় বলেও অভিযোগ।

গত কয়েক বছর ধরে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ছাত্র সংসদের ঘরটিও TMCP দখল করে রেখেছিল বলে অভিযোগ। ২৩ মে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই নাকি কলেজে আসা বন্ধ করে দেয় TMCP নেতা কর্মীরা। তখন থেকে ছাত্র সংসদের ঘরটিও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।

গতকাল দুপুরে ABVP-র সমর্থকরা মিছিল করে কলেজে ঢুকে ছাত্র সংসদের ঘরের সামনে তাদের ফ্লেক্স লাগিয়ে দেয়। ঘরের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয় তারা। এই ঘটনায় TMCP নেতৃত্বর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ABVP নেতা শমীক বাগচি বলেছেন, "সাধারণ ছাত্রছাত্রীরা তালা দিয়েছে। আমাদের সংগঠনের কেউ তালা দেয়নি।

কলেজের অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জি বলেন, "কলেজের ভিতরে যে কেউ মিছিল করতে পারে। তবে তালা দেওয়ার বিষয়টি জানা নেই।"

ABOUT THE AUTHOR

...view details