দলীয় কর্মীদের জন্য সুখবর শোনালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটা, 19 এপ্রিল:পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে আসরে নেমে পড়েছেন শাসকদলের হেভিওয়েট নেতারা ৷ একাধিক জেলার সভা করছেন তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে সাংসদ অভিষেক চট্টোপাধ্য়ায় ৷ জেলাস্তরের কর্মীদের সঙ্গে সংযোগ বাড়াতেই এবার কোচবিহার জেলা সফরে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগামী 25 এপ্রিল কোচবিহারে যাবেন তিনি ।
এখনও পর্যন্ত চুড়ান্ত কর্মসূচি ঠিক না-হলেও, জানা গিয়েছে এবারের কোচবিহার সফরে 2-3 দিন থাকবেন তিনি । একাধিক কর্মীসভা যেমন করবেন ৷ পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের বাড়িতে রাত কাটানোর পরিকল্পনা আছে তাঁর । এই প্রসঙ্গেই বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "এটা দলীয় কর্মীদের জন্য সুখবর । আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসছেন । 2-3 দিন থাকবেন । দিনহাটা, মাথাভাঙায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন । এতে কর্মীরা উজ্জীবিত হবে ।"
আরও পড়ুন: পঞ্চায়েতের আগে জনসংযোগে উত্তরবঙ্গের গ্রামে গ্রামে যাবেন অভিষেক
প্রসঙ্গত, রাজনৈতিক মহলের মতে কোচবিহার জেলার সবকটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ তৃণমূলের দখলে থাকলেও, গত 2019 সালের লোকসভা নির্বাচন ও 2021 সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় তৃণমূলের ফল খারাপ হয়েছে । দলের একাংশের দুর্নীতি ও গোষ্ঠী কোন্দলের জেরে নীচুতলায় সংগঠনের অবস্থা ভালো নয় । ওপরে না বোঝা গেলেও তলে তলে সংগঠন বাড়িয়ে নিয়েছে বিজেপি । আর এইভাবে চলতে থাকলে 2024 সালে লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূলের ফল খারাপ হবে । আর তাই ড্যামেজ কন্ট্রোল করতে আগে ভাগে আসরে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
এর আগে গত জানুয়ারি মাসে কোচবিহারের মাথাভাঙায় এসেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড । মাথাভাঙা কলেজ মাঠের সেই সভা থেকে বিএসএফের গুলিতে নিহত গিতালদহের রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের পাশে দাড়ানোর আশ্বাস দিয়েছিলেন । তাঁর নির্দেশেই তৃনমূলের নেতা মন্ত্রীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করেছিলেন । সেই কর্মসূচির কয়েকমাসের মধ্যেই আবারও পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কোচবিহারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।