কর্পোরেট ধাঁচে তৈরি হল অভিষেকের তাঁবু কোচবিহার, 24 এপ্রিল: মঙ্গলবার কোচবিহার জেলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন সংযোগ যাত্রার কর্মসূচি শুরু হচ্ছে। ইতিমধ্যেই অভিষেকের এই জন সংযোগ যাত্রা কর্মসূচীর জন্য জেলায় রীতিমতো এলাহি আয়োজন করা হচ্ছে। রাত্রিযাপন এবং দলীয় নেতা-কর্মাদের সঙ্গে বৈঠক করার জন্য তৈরি হয়েছে অস্থায়ী তাবু। সেখানেই রাত্রিবাস করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ জানা গিয়েছে, যে তাঁবুগুলি তৈরি হয়েছে তার এক একটি তাঁবুর দাম প্রায় দেড় লক্ষ টাকা। যদিও তৃণমূল দলীয় সূত্রে খবর, এখানে কেন্দ্রীয় ভাবেই সব তাঁবু ভাড়া করা হয়েছে। কিন্তু যে বিপুল পরিমাণ খরচ অভিষেকের এই কর্মসূচি উপলক্ষ্যে খরচ করছে তৃণমূল, তা নিয়েই ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর ৷
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নতুন গ্রাম সংযোগ যাত্রার কর্মসূচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচির লক্ষ্য হিসাবে তৃণমূল সাংসদের দাবি, দলের কোনও নেতা বা সাংসদ-বিধায়ক নন, এবার নিজের পঞ্চায়েতের প্রার্থী বাছাই করবে এলাকারই মানুষ ৷ সেই কর্মসূচির সূচনা হচ্ছে আগামী সঙ্গলবার উত্তরের জেলা থেকে ৷ আর সেখানেই রীতিমতো সাজ-সাজ রব ৷ তৃণমূল সূত্রে খবর, যে সংস্থা কোচবিহারের তাঁবু এবং মঞ্চ তৈরির কাজ করছে, সেই সংস্থাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাঁবু লাগানোর কাজ করবে। কোচবিহার ও আলিপুরদুয়ার দুই জেলার তাঁবু হচ্ছে প্রায় 292টি। এক একটি তাবুর দৈনিক ভাড়া গড়ে 25 হাজার টাকা।
অভিষেক নিজেই জানিয়েছেন, প্রতিটি জেলায় অন্তত তিন থেকে চারদিন থাকবেন তিনি ৷ জেলার প্রতিটি পঞ্চায়েতের স্থানীয় এমনকী বুথ স্তরের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি ৷ সুতরাং দুই জেলা মিলিয়ে তাঁবুর ভাড়া দাঁড়াচ্ছে প্রায় 73 লক্ষ টাকা। অ্যালুমিনিয়াম ফ্রেমের স্ট্রাকচার করে এই তাঁবুগুলি করা হচ্ছে। নীচে বিছানো হচ্ছে নীল কার্পেট। ষ্টান্ড ফ্যান, সিসিটিভি ক্যামেরাও থাকছে। সব মিলিয়ে কর্পোরেট লুক দেওয়া হচ্ছে এক একটি তাঁবুকে। জানা গিয়েছে, এন কে কাপুর প্রাইভেট লিমিটেড এই তাঁবু খাটানোর কাজের বরাত পেয়েছে কোচবিহার জেলায়।
আরও পড়ুন: সফর সূচিতে বদল, মঙ্গল নয় সোমেই মমতার দরবারে নীতীশ
অন্যদিকে, আলিপুরদুয়ার জেলায় তাঁবু থাকছে 110টি। কোচবিহার জেলায় বামনহাটে 14টি, তুফানগঞ্জ স্পোর্টস এ্যাসোসিয়েশন মাঠে 68টি ও মাথাভাঙা কলেজ মাঠে 100টি তাঁবু লাগানো হয়েছে। মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, "মাথাভাঙা কলেজ মাঠের এই তাঁবুতে দলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক করবেন অভিষোক বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে।" আগামী 27 এপ্রিল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া গেরগান্ডাতে অভিষেকের জন সংযোগ যাত্রার আয়োজন করা হচ্ছে। সেখানেও মোট 100টি তাঁবু থাকছে। 100টি তাঁবুতে প্রায় পাঁচ পাজার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বসার জায়গা থাকছে বলে জানান আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য থাকবেন ক্যারাভ্যানে। সেই ভ্যানেই সব ব্যবস্থা থাকছে। তবে ভেতরে কী কী ব্যবস্থা আছে তা তাঁর জানা নেই বলেই দাবি করেন প্রকাশ চিক বড়াইক।