অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন বিএসএফের গুলিতে নিহতদের পরিবার দিনহাটা (কোচবিহার), 25 এপ্রিল: বিএসএফের গুলিতে মৃত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সদস্যরা দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ মঙ্গলবার সকালে মৃত যুবকের বাবা শিবেন বর্মন ও মা সুখমনি বর্মন বামনহাট সেন্ট্রাল কলোনির মাঠে আসেন ৷ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নবজোয়ারের 'জন সংযোগ যাত্রা'র শুরুতে ৷ 2 মাস ব্যাপী এই যাত্রার প্রথমদিনে তিনি সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে দেখা করেন ৷
গত 24 ডিসেম্বর গিতালদহে বিএসএফের গুলিতে মৃত্যু হয় স্থানীয় প্রেমকুমার বর্মনের ৷ বিএসএফের দাবি, প্রেমকুমার চোরাচালানকারী ৷ তবে বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবক জমিতে চাষ করতে গিয়েছিলেন ৷ এ নিয়ে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস ৷ ফেব্রুয়ারি মাসে মাথাভাঙার মাঠে তাঁদের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপর মঙ্গলবার তাঁরা ফের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করলেন ৷ বি বিএসএফের গুলিতে মৃত যুবক মোজাফফর রহমানের স্ত্রী বিলকিস বেওয়াও দেখা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ তিনি জানান, বিএসএফের গুলিতে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে ৷
আজ বামনহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের সঙ্গে সিতাই গোসানিমারি স্কুলের মাঠে সভা করবেন সাড়ে বারোটায় ৷ দুপুর আড়াইটে নাগাদ শীতলকুচি পঞ্চায়েত সমিতি মাঠে এবং বিকেল পাঁচটায় মাথাভাঙা কলেজ মাঠে অধিবেশন হবে ৷ সেখানে বাসিন্দাদের মতামত জানার পর্ব হবে ৷ পঞ্চায়েত ভোটের আগে এই যাত্রার উদ্দেশ্য গ্রামবাংলার মানুষের মতামত জানা ৷ ঘাসফুলের দাবি, ভারতে এই প্রথম কোনও দলের নেতৃত্ব একেবারে গ্রামে গিয়ে প্রান্তিক মানুষদের সঙ্গে যোগাযোগ করার কর্মসূচি নিয়েছে ৷
গ্রীষ্মের বঙ্গে 2 মাস ধরে এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনিও সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ পথে 7 হাজার গ্রামীণ বুথে সভা করবেন ৷ 3-4 হাজার মানুষ তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পাবে ৷ তারপর আমজনতা গোপন ব্যালটে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীর নাম জানাতে পারবে ৷ সেখানে তাদের নাম, ফোন নম্বরের উল্লেখ থাকবে না ৷ এমনকী অনলাইনেও মত জানানো যাবে ৷ তাই আপাত দৃষ্টিতে, কে কার পক্ষে বা বিপক্ষে রায় দিচ্ছে, তা জানার সুযোগ থাকছে না ৷ প্রতিদিন দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত জনসভা এবং দিনের শেষে অধিবেশন ৷ থাকবে সংবাদমাধ্যমও ৷ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি-ডাবগ্রাম-ফুলবাড়ি হয়ে দুই দিনাজপুর ৷ এরপর মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং 25 জুন সাগরে শেষ হবে যাত্রা ৷
আরও পড়ুন: জনসংযোগ যাত্রা শুরু অভিষেকের, খরচের জোগান নিয়ে প্রশ্ন বিরোধীদের