পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jono Sanjog Yatra: অভিষেকের জনসংযোগে ফের উত্তেজনা, আহত তৃণমূল অঞ্চল সভাপতি - তৃণমূল কর্মীদের হাতেই গুরুতর আহত হলেন

অভিষেকের জন সংযোগ যাত্রায় পছন্দের পার্থীকে ভোট দেওয়া নিয়ে ফের উত্তেজনা, হাতাহাতি ৷ ভাঙল ব্যালট বক্স ৷ তৃণমূল কর্মীদের হাতেই গুরুতর আহত হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি।

Etv Bharat
অভিষেকের জন সংযোগে ফের উত্তেজনা

By

Published : Apr 26, 2023, 3:55 PM IST

কোচবিহার, 26 এপ্রিল:মঙ্গলবার প্রথমদিন জনসংযোগ যাত্রায় পছন্দের প্রার্থী খোঁজাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা লক্ষ্য করা গিয়েছিল গোসানিমারিতে ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষ পর্যন্ত মুখ খুলতে হয়েছিল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ সেই রেশ কাটতে না-কাটতে বুধবার ফের কোন্দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিতে ৷ এবার মাথাভাঙাতেও পছন্দের প্রার্থীর নাম দিতে গিয়ে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল নেতা-কর্মীরা ৷ পরিস্থিতি এমনই ঘোরাল হয়ে যায় যে, নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামতে হয় খোদ তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়কে ৷

এদিন মাথাভাঙা কলেজ মাঠে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই ভোটগ্রহণ নিয়ে অশান্তি শুরু হয় ৷ অভিযোগ, নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এখানেও বাধা দেওয়া হয় তৃণমূল কর্মীদের ৷ যার জেরে মুহূর্তে উত্তেজনা ছড়ায়। প্রথমে বচসা, পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ এই ঘটনায় মাথাভাঙার ফুলবাড়ির তৃণমূল অঞ্চল সভাপতি বিনয় বর্মন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁর মাথায় আঘাত লেগেছে বলেও জানা গিয়েছে। এরপরই তাঁকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশকর্মীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শীতলকুচির সভা থেকে কোন্দল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ৷ পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনের ভোট নিয়ে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর বার্তা ছিল, 'পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়'। কিন্তু এই বার্তার কয়েক ঘণ্টাও কাটল না। ফের ভোট ঘিরে সাহেবগঞ্জ ও গোসানিমারির মতো বিশৃঙ্খলা, হাতাহাতি শুরু হয় মাথাভাঙাতে। এদিন অধিবেশন স্থল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরই মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় এবং শিকারপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের তাঁবুতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলে খবর। বুথের ফ্লেক্সও ছিঁড়ে ফেলা হয়। দলের শিকারপুর অঞ্চল সভাপতি নিত্যজিৎ বর্মনকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। অঞ্চল সভাপতির গোষ্ঠী তাঁকে হেনস্তা করে এই অভিযোগে কলেজের মাঠ থেকে সদলবলে বেরিয়ে যান তিনি ৷ পাশাপাশি ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না বলেও জানিয়ে দেন নিত্যজিৎ বর্মন।

উত্তেজনা ছড়িয়ে পড়ে মেখলিগঞ্জের ভোটবাড়ি, বাঘডকরা-ফুলকাডাবরি ভোট কেন্দ্রেও। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় জানান, ভোট নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমস্যা হয়েছে। তাঁরা পুনরায় ভোট প্রক্রিয়া চালু করতে চলেছেন বলেও জানান তিনি। এদিন মাথাভাঙা কলেজ মাঠে অধিবেশন ও গ্রাম বাংলার মতামত কর্মসূচিতে তৃণমূলের সভায় অভিষেক জানান, কোন্দলবুথ সভাপতিরাই দলের সম্পদ, ভোটে গাজোয়ারি বা অশান্তি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাধারণ মানুষের মতামতের ভিত্তিতেই প্রার্থী ঠিক করা হবে বলেও ফের একবার জেনেন তিনি।

আরও পড়ুন: 'বিজেপি সাংসদ-বিধায়কদের বাড়ি ঘেরাও করুন, আমিও যাব', জনসংযোগ যাত্রায় আহ্বান অভিষেকের

কিন্তু অভিষেকের এই কড়া হুঁশিয়ারির পরও পরিস্থিতির কোনও বদল হল না ৷ দলের অন্দরে পছন্দের পার্থীকে নিয়ে চরম গোষ্ঠী কোন্দলে আরও একবার জর্জরিত হতে দেখা গেল দলের নেতৃত্বকে ৷ দলের নেতা-কর্মীদের বোঝাতে রীতিমতো হিমশিম খেল জেলা নেতৃত্ব। পছন্দের পার্থীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, হাতাহাতি, ভাঙচুরের ঘটনা আরও একবার ঘটল ৷

ABOUT THE AUTHOR

...view details