মাথাভাঙা, 11 ফেব্রুয়ারি: "এবার বিজেপির কোনও নেতা আলাদা রাজ্য়ের কথা বলতে এলেই, তাঁকে বাড়িতে ঢুকিয়ে রেখে দেবেন, আটকে রেখে দেবেন, লক করে ৷ গ্যারেজ করে রাখবেন ৷ বেরোতে দেবেন না ৷" শনিবার কোচবিহারের মাথাভাঙার সভামঞ্চ থেকে এভাবেই রাজ্যভাগ ইস্যুর বিরোধিতায় সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Rally in Cooch Behar) ৷ তাঁর সাফ কথা, বিজেপির রাজ্য নেতারা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য রাজ্যভাগের জিগির তুলছেন ৷ এর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই ৷ কোনও দিনই রাজ্যভাগ হবে না (Abhishek Banerjee on Separate State) ৷
এদিনের সভামঞ্চ থেকে রীতিমতো চ্য়ালেঞ্জের সুরে অভিষেক বলেন, "বাংলায় বিজেপির রাজ্য নেতারা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতের প্রধানমন্ত্রী এক মঞ্চে আসুন ৷ তাঁরা একসঙ্গে বলুন, বাংলাভাগ হবে ৷ আমি কথা দিচ্ছি, কাল থেকে আর আপনাদের মুখ দেখাব না ৷ আর আসব না আমি ৷"
আরও পড়ুন:'এর শেষ দেখে ছাড়ব !' যুবক খুনে বিএসএফকে হুংকার অভিষেকের
উল্লেখ্য, ইদানীংকালে রাজ্যভাগ ইস্যুতে বারবার সরব হয়েছেন বিজেপির নেতা ও জনপ্রতিনিধিরা ৷ এমনকী, কয়েক দিন আগে এই কোচবিহার থেকেই এই বিষয়ে মুখ খুলতে শোনা গিয়ে কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মাকে ৷ অথচ শনিবার অভিষেক দাবি করেন, বাংলাভাগ হবে না ৷ কেন একথা বলছেন তিনি ? অভিষেকের যুক্তি হল, বাংলাভাগের 'সুড়সুড়ি' শুধুমাত্র বিজেপির রাজ্য নেতারাই দেন ! কিন্তু, কেন্দ্রীয় নেতৃত্ব এ নিয়ে কোনও কথা বলেন না ৷ বরং, জাতীয়স্তরের নেতাদের মুখে এ নিয়ে ভিন্ন সুর শোনা যায় ৷ যেমন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্পষ্টই জানিয়েছেন, তাঁদের দল রাজ্যভাগে বিশ্বাসী নয় ৷ তাই তাঁরা কোনও রাজ্যকেই ভাগ হতে দেবেন না ৷ এখানেই অভিষেকের প্রশ্ন হল, যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যভাগের বিরোধী, সেখানে রাজ্যনেতাদের মন্তব্যের কীই বা গুরুত্ব রয়েছে ?
বাংলার প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য নেতাদের বক্তব্য হল, উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে অবহেলা করা হচ্ছে ৷ তাই উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গড়ে তোলা দরকার ৷ কিন্তু, শাসকশিবির তা মানতে নারাজ ৷ এই প্রেক্ষাপটে অভিষেক বুঝিয়ে দিলেন, তাঁরা বাংলাভাগের ইস্যু নিয়ে আদৌ চিন্তিত নন ৷ কারণ, শুধমাত্র মানুষকে বিভ্রান্ত করতেই বাংলাভাগের কথা বলেন বিজেপির রাজ্য নেতারা ! অভিষেকের চ্যালেঞ্জ, ভোট করতে হলে বাংলাভাগ নিয়ে করা হবে কেন ? ভোট হবে উন্নয়ন ইস্যুতে ৷ রাস্তা, জল, স্কুলের ইস্যুতে ৷