মাথাভাঙা, 11 ফেব্রুয়ারি: দুর্নীতি ইস্যুতে এবার বিজেপিকে পালটা চাপ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কোচবিহার জেলার একমাত্র বিজেপি পঞ্চায়েত প্রধানকে (Abhishek Banerjee attacks BJP Panchayat Pradhan) ৷ উপস্থিত জনতার সামনে সেই পঞ্চায়েত প্রধানের একের পর এক 'দুর্নীতির খতিয়ান' তুলে ধরলেন তিনি ! জনতার উদ্দেশে অভিষেকের প্রশ্ন, "আপনারা কি এমন মানুষের হাতে এলাকা তুলে দিতে চান ?"
শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Rally in Cooch Behar) ৷ জনসভার মঞ্চ থেকে বলেন, "কোচবিহার জেলায় মোট গ্রাম পঞ্চায়েত রয়েছে 128টি ৷ 2018 সালে এর মধ্যে 127টিতেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ কেবলমাত্র একটিতে আপনারা বিজেপিকে জয়ী করেছিলেন ৷ সেই পঞ্চায়েতটির নাম, ঘোকসাডাঙা ৷ মাথাভাঙা বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত মাথাভাঙা-2 ব্লকে এই পঞ্চায়েতটি রয়েছে ৷ পঞ্চায়েত প্রধানের নাম দীপ্তি বর্মন ৷ তিনি প্রধান হয়েই প্রথমে কোন কাজটি করেছেন জানেন ? স্বামী রতন বর্মনের নামে জব কার্ড বের করেছেন ! আর পরিবারের তিনজন সদস্যের নামে আবাস যোজনায় বাড়ি তৈরির বন্দোবস্ত করেছেন ! এই তিনজন হলেন, দীপ্তির স্বামী রতন বর্মন, শ্বশুর বীরকান্ত বর্মন এবং কাকাশ্বশুর বিজনকুমার বর্মন ৷ এখানেই শেষ নয় ৷ এঁরা সকলে বড়শিমুলগুড়ি গ্রামের বাসিন্দা ৷ সেই গ্রামে, জাতীয় সড়কের পাশে একের পর এক জমিও কিনেছেন ! তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে বচসাও হয়েছে !"
আরও পড়ুন:'মোদি-শুভেন্দুরা একমঞ্চে এসে রাজ্যভাগের কথা বলুন !' চ্যালেঞ্জ অভিষেকের