পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা সচেতনতায় কপালে চন্দনের ফোঁটা, দেওয়া হচ্ছে মাস্ক-সাবান - awarness about corona virus

প্রয়োজনে-অপ্রয়োজনে লকডাউন উপেক্ষা করেই মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে । তাই কোরোনা মোকাবিলায় লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

করোনা নিয়ে সচেতন করতে কপালে চন্দনের ফোটা
করোনা নিয়ে সচেতন করতে কপালে চন্দনের ফোটা

By

Published : Mar 30, 2020, 6:40 PM IST

কোচবিহার, 30 মার্চ: কপালে পরিয়ে দেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা । আর হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মাস্ক, সাবান । লকডাউন উপেক্ষা করে পথে বেরোনো মানুষদের সচেতন করতে এমনই পদক্ষেপ নিল কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা । এতে লজ্জা পেয়ে মানুষ বাইরে বেরোনো বন্ধ করবে বলে আশা ওই সংস্থার ।

কোরোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন । অথচ প্রয়োজনে-অপ্রয়োজনে লকডাউন উপেক্ষা করেই মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে । তাই কোরোনা মোকাবিলায় লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 'আস্থা ফাউন্ডেশন' নামে ওই সংগঠনের সদস্যরা কোচবিহার শহরের মরাপোড়া চৌপথি , পুলিশ লাইন, গুঞ্জবাড়ি সহ বেশ কিছু এলাকায় অকারণে পথে বেরোনো মানুষদের চন্দনের ফোঁটা পরিয়ে দেন। পাশাপাশি মাস্ক ও সাবান তুলে দেওয়া হয় ।

এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতেই থাকা উচিত সেবিষয়ে সচেতন করা হয় মানুষদের । এ নিয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে, “ কোরোনা ভাইরাসের মোকাবিলায় গোটা দেশে লকডাউন চললেও বহু মানুষ অপ্রয়োজনে রাস্তায় ঘুরছেন । বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনের তরফে সচেতন করা হলেও কাজ হচ্ছে না । তাদের লজ্জা দিতে উদ্যোগ নেওয়া হয়েছে ।“

ABOUT THE AUTHOR

...view details