কোচবিহার, ২০ ফেব্রুয়ারি : এক ব্যক্তিকে চোর সন্দেহে গণধোলাই দিল জনতা। ঘটনাটি কোচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের নিশিগঞ্জ এলাকার। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চোর সন্দেহে বহিরাগতকে গণধোলাই গ্রামবাসীর - mass beaten
এক ব্যক্তিকে চোর সন্দেহে গণধোলাই দিল জনতা। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
mass beaten
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে গ্রামে ওই ব্যক্তি ঘোরাফেরা করছিল। সন্দেহ হওয়ায় তাকে বেঁধে রেখে গণপিটুনি দেয় গ্রামবাসী। স্থানীয় বাসিন্দা অমর বর্মণ ও জিতেন রায় বলেন, "অপরিচিত ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। প্রশ্ন করলে অসংলগ্ন কথা বলে। তখন তাকে আটক করে মারধর করা হয়।" জখম ব্যক্তিকে নিশিগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়।
ওই যুবককে চিকিৎসার পর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে মাথাভাঙা থানার পুলিশ।
Last Updated : Feb 20, 2019, 12:56 PM IST