কোচবিহার, ১৩ জুন: নিখোঁজ কলেজ পড়ুয়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের বারকোদালি গ্রামে । মৃতের নাম স্বাগত মিশ্র বয়স 21 বছর । বাড়ি তুফানগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডে । মৃত যুবকের পকেট থেকে দু‘টি ছুরি ও একটি মোবাইল পাওয়া গেছে । পরিবারের সদস্যদের দাবি, অনলাইন গেমে আসক্তির কারণে এমন ঘটনা ঘটেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র স্বাগত মিশ্র শনিবার ভোর থেকেই নিখোঁজ ছিলেন । তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাঁর পরিবারের লোকেরা । সারাদিন খোঁজাখুঁজির পর না পাওয়ায় শনিবার বিকালে তুফানগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করেন তাঁরা ।
কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কি অনলাইন গেম ? - COLLEGE STUDENT DEATH
নিখোঁজ কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চঞ্চল্য তুফানগঞ্জের বারকোদালি গ্রামে । মৃতের নাম স্বাগত মিশ্র বয়স 21 বছর । বাড়ি তুফানগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডে । পুলিশ মৃতদেহের পকেট থেকে, দু‘টি ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে । পরিবারের তরফে জানানো হয়, স্বাগত প্রতিনিয়তই ল্যাপটপে বিভিন্ন ধরনের গেম নিয়ে ব্যস্ত থাকতেন ৷ এই গেম খেলতে খেলতেই হয়তো নিখোঁজ হন ও তারপর মৃত্যু হয় ।
আরও পড়ুন...উদয়ন হামলায় অভিযুক্ত ক্লাব ভাঙল দিনহাটা পৌরসভা
এরপর এদিন সকালে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয় রায়ডাক নদী থেকে । পরিবারের তরফে জানানো হয়, স্বাগত প্রতিনিয়তই ল্যাপটপে বিভিন্ন ধরনের গেম নিয়ে ব্যস্ত থাকতেন ৷ এই গেম খেলতে খেলতেই হয়তো নিখোঁজ হয়েছেন । এদিন রায়ডাক নদীতে মৃতদেহ ভেসে উঠতেই খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায় । এরপর তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন । পুলিশ মৃতদেহ উদ্ধার করে পকেট থেকে, দু‘টি ছুরি ও একটি মোবাইল ফোন পেয়েছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।