পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদয়ন হামলায় অভিযুক্ত ক্লাব ভাঙল দিনহাটা পৌরসভা

বিধানসভা নির্বাচনের পর গত 6 মে দিনহাটা শহরের পাওয়ার হাউজ় মোড় এলাকায় আক্রান্ত হন দিনহাটার প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা উদয়ন গুহ । বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকার একটি ক্লাবে থেকে ওই হামলা চালায় বলে অভিযোগ । এরপর থেকে ওই ক্লাব ভাঙার দাবি উঠছিল এলাকার বাসিন্দাদের তরফে । তাই আজ সকালে ওই ক্লাব ভাঙা হল ।

ভেঙে ফেলা হচ্ছে ক্লাব
ভেঙে ফেলা হচ্ছে ক্লাব

By

Published : Jun 12, 2021, 12:28 PM IST

দিনহাটা , 12 জুন : তৃণমূল নেতা উদয়ন গুহর উপর স্থানীয় একটি ক্লাব থেকে হামলা চালানোর অভিযোগ উঠেছিল ৷ শনিবার সকালে সেই ক্লাব ভাঙা হল । পৌরসভার কর্মীরা এদিন আর্থ মুভার দিয়ে সেই ক্লাব ভেঙে দেয় ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বেআইনি ক্লাবে দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম হত ৷ পৌরসভার দাবি, সেই কারণে এই ক্লাব ভাঙা হল ৷ যার ফলে মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছিল এবং ক্লাব বিল্ডিং নির্মাণের কোনও বৈধ কাগজপত্র ছিল না । দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহ বলেন, "হাইড্রেনের উপর বেআইনিভাবে ওই ক্লাব নির্মাণ করা হয়েছিল । ক্লাব বিল্ডিং নির্মাণের কোনও বৈধ কাগজপত্র ছিল না । তা ছাড়া ওই ক্লাবে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হত বলে বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন । ক্লাব কর্তৃপক্ষকে একাধিকবার নোটিস দিয়ে কোনও কাজ না হওয়ায় এদিন আইন অনুযায়ী ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে ।"

চলছে ক্লাব ভাঙার কাজ

আরও পড়ুন : Mukul Roy : মুকুলকে জ়েড ক্যাটাগরি দিতে পারে রাজ্য

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের পর গত 6 মে দিনহাটা শহরের পাওয়ার হাউজ় মোড় এলাকায় আক্রান্ত হন দিনহাটার প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা উদয়ন গুহ । বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকার একটি ক্লাব থেকে ওই হামলা চালায় বলে অভিযোগ । এরপর থেকে ওই ক্লাব ভাঙার দাবি উঠছিল এলাকার বাসিন্দাদের তরফে ।

ABOUT THE AUTHOR

...view details