দিনহাটা , 12 জুন : তৃণমূল নেতা উদয়ন গুহর উপর স্থানীয় একটি ক্লাব থেকে হামলা চালানোর অভিযোগ উঠেছিল ৷ শনিবার সকালে সেই ক্লাব ভাঙা হল । পৌরসভার কর্মীরা এদিন আর্থ মুভার দিয়ে সেই ক্লাব ভেঙে দেয় ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বেআইনি ক্লাবে দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম হত ৷ পৌরসভার দাবি, সেই কারণে এই ক্লাব ভাঙা হল ৷ যার ফলে মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছিল এবং ক্লাব বিল্ডিং নির্মাণের কোনও বৈধ কাগজপত্র ছিল না । দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহ বলেন, "হাইড্রেনের উপর বেআইনিভাবে ওই ক্লাব নির্মাণ করা হয়েছিল । ক্লাব বিল্ডিং নির্মাণের কোনও বৈধ কাগজপত্র ছিল না । তা ছাড়া ওই ক্লাবে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হত বলে বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন । ক্লাব কর্তৃপক্ষকে একাধিকবার নোটিস দিয়ে কোনও কাজ না হওয়ায় এদিন আইন অনুযায়ী ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে ।"