কোচবিহার,2জুন: কোচবিহার জেলায় নতুন করে কোরোনায়আক্রান্ত29জন।এনিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল90জন।
এরআগে কোচবিহার জেলা গ্রিন জোন ছিল। কিন্তু,পরিযায়ী শ্রমিকেরা জেলায় আসার পরই একেরপর এক কোরোনা সংক্রমণের হদিস মিলতে থাকে। জানা গিয়েছে,এদের মধ্যে মহারাষ্ট্র থেকে14জন,দিল্লি থেকে10জন ও অন্যান্য রাজ্য5জন এসেছেন। এরপরেই তাঁদের হোমকোয়ারানটাইনে পাঠানো হয়। স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁদের নমুনা সংগ্রহ করে পাঠানোহয়। গত শুক্রবারই32জনপরিযায়ী শ্রমিকের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের বেশিরভাগই দিনহাটার বলেজানা গিয়েছে। প্রশাসনের তরফে এরপরেই তাঁদের হাসপাতালে ভরতি করা হয়।