পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে নতুন করে কোরোনা আক্রান্ত 29 জন - কোচবিহার কোভিড 19

কোচবিহার জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত 29 জন। এনিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 90 জন।

90 migrants labours test corona positive in Cooch Behar
কোচবিহারে নতুন করে কোরোনা আক্রান্ত 90 জন

By

Published : Jun 2, 2020, 4:56 PM IST

কোচবিহার,2জুন: কোচবিহার জেলায় নতুন করে কোরোনায়আক্রান্ত29জন।এনিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল90জন।

এরআগে কোচবিহার জেলা গ্রিন জোন ছিল। কিন্তু,পরিযায়ী শ্রমিকেরা জেলায় আসার পরই একেরপর এক কোরোনা সংক্রমণের হদিস মিলতে থাকে। জানা গিয়েছে,এদের মধ্যে মহারাষ্ট্র থেকে14জন,দিল্লি থেকে10জন ও অন্যান্য রাজ্য5জন এসেছেন। এরপরেই তাঁদের হোমকোয়ারানটাইনে পাঠানো হয়। স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁদের নমুনা সংগ্রহ করে পাঠানোহয়। গত শুক্রবারই32জনপরিযায়ী শ্রমিকের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের বেশিরভাগই দিনহাটার বলেজানা গিয়েছে। প্রশাসনের তরফে এরপরেই তাঁদের হাসপাতালে ভরতি করা হয়।

এবিষয়েজেলাশাসক পবন কাদিয়ান জানান,আজ যে রিপোর্ট এসেছে তাতে নতুন করে29জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে।

অপরদিকে,দিনহাটায় আক্রান্তদের নতুন করে নমুনাপরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে26জনের রিপোর্ট নেগেটিভ আসে। আজ তাঁদের হাসপাতাল থেকে ছেড়েদেওয়া হবে বলে জানা গিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details