পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহার মেডিকেল কলেজের পাশেই গড়ে উঠবে 700 বেডের হাসপাতাল - coochbihar

2018 সালে রাজ্য সরকার কোচবিহারে নতুন মেডিকেল কলেজ তৈরির কথা ঘোষণা করে। প্রথম পর্যায়ে কোচবিহার MJN হাসপাতালকে কেন্দ্র করে এই মেডিকেল কলেজ গড়ে ওঠে। পাশাপাশি পড়ুয়াদের জন্য যুব আবাসে পঠনপাঠন শুরু হয়।

700 bed hospital will be build beside coochbihar medical college
কোচবিহার মেডিকেল কলেজের পাশেই গড়ে উঠবে 700 বেডের হাসপাতাল

By

Published : Jan 1, 2021, 7:06 PM IST

কোচবিহার, 01 জানুয়ারি: কোচবিহার MJN মেডিকেল কলেজের নতুন বিল্ডিংয়ের পাশেই গড়ে উঠছে 700 বেডের হাসপাতাল। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। মেডিকেল কলেজের যে নতুন ভবন তৈরি হয়েছে তার পাশে পাঁচ একর জায়গা রয়েছে সেখানেই ওই নতুন হাসপাতাল গড়ে তোলা হবে।

2018 সালে রাজ্য সরকার কোচবিহারে নতুন মেডিকেল কলেজ তৈরির কথা ঘোষণা করে। প্রথম পর্যায়ে কোচবিহার MJN হাসপাতালকে কেন্দ্র করে এই মেডিকেল কলেজ গড়ে ওঠে । পাশাপাশি পড়ুয়াদের জন্য যুব আবাসে পঠনপাঠন শুরু হয়। পরে কোচবিহারের কৃষি খামারের জমিতে মেডিকেল কলেজের নতুন ক্যাম্পাস, প্রশাসনিক ভবন এবং পড়ুয়াদের হস্টেল তৈরি হয়। 15 ডিসেম্বর ক্যাম্পাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই ক্যাম্পাসেই যাতে হাসপাতাল গড়ে তোলা যায় সেই বিষয়ে স্বাস্থ্য দপ্তরে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার । জানা গিয়েছে, মেডিকেলের পড়ুয়াদের পঠনপাঠনের জন্য টিচিং কর্নারের প্রয়োজন হয়। এর জন্য শিক্ষক-চিকিৎসকদের আলাদা রুম দরকার । MJN হাসপাতাল ভবন এখন 500 বেডের হলেও কোরোনার কারণে বর্তমানে জায়গা কিছুটা কমেছে। এছাড়া কোরোনার জন্য আলাদা করে দুটি ওয়ার্ড হাসপাতালে রাখা হয়েছে। ফলে জায়গার অভাব দেখা দিয়েছে।

আরও পড়ুন:ব্রিটেন ফেরত আরও একজন কোরোনায় সংক্রমিত, ভরতি বেলেঘাটা আইডিতে

এছাড়া যতদিন যাবে মেডিকেল কলেজের নতুন নতুন বিভাগ তৈরি হবে। স্বাভাবিকভাবে আরও বেশি জায়গার প্রয়োজন হবে। সেই কারণেই কোচবিহারে নতুন একটি হাসপাতাল করার প্রস্তাব পাঠানো হয়েছিল, যাতে অনুমোদন দেওয়া হয়েছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. সুকুমার বসাক জানান, মেডিকেল কলেজের হাসপাতাল নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

ABOUT THE AUTHOR

...view details