কোচবিহার, 7এপ্রিল : দেশ জুড়ে চলছে লকডাউন ৷ এই পরিস্থিতিতে বন্ধ দেশের আন্তজার্তিক সীমান্ত , বন্ধ ইমিগ্রেশন চেকপোস্টগুলো ৷ এমন সময়ে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে 61জন ট্রাকচালক প্রশাসনের অনুমতি নিয়ে বাংলাদেশে যান ৷ কিন্তু ফেরার সময় চ্যাংরাবান্ধা জিরো পয়েন্টে আসার আগেই আটকে রাখে প্রশাসন ৷ এমনটাই জানান ওই চালকদের বিক্ষুব্ধ পরিবার ৷
গত শনিবার পাটবীজ নিয়ে 61জন ট্রাক চালক চ্যাংরাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে যান ৷ সেখান থেকে গত রবিবার ফেরার কথা ছিল ভারতে ৷ কিন্তু রবিবার সকালে চ্যাংরাবান্ধা জিরো পয়েন্টে আসার আগেই ট্রাকসহ ওই 61জন চালককে আটকে রাখে প্রশাসন ৷ চালকদের পরিবারের দাবি প্রশাসনের অনুমতি নিয়েই বাংলাদেশে ট্রাক নিয়ে গিয়েছিল ,কিন্তু তাদের দেশে ফেরার সময় আটকে রাখা হয়েছে৷ তাদের দেশে ফিরিয়ে আনা হোক৷