পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেখলিগঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে 60 মহিলা কর্মী - রাজ্য শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী

গতকাল রাতে মেখলিগঞ্জ পৌরসভার দু'নম্বর ওয়ার্ডের 60 জন মহিলা বিজেপি কর্মীর হাতে দলের পতাকা তুলে দেন বিধায়ক তথা রাজ্য শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী । উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শহর সভানেত্রী সোমা ভৌমিকসহ অন্যান্য নেতৃত্ব ।

60 women join trinamool from bjp in cooch behar
মেখলিগঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে 60 জন মহিলা

By

Published : May 31, 2021, 3:40 PM IST

কোচবিহার, 31 মে : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 60 জন মহিলা কর্মী । গত বিধানসভা নির্বাচনে তাঁরা বিজেপির সঙ্গে ছিলেন । প্রচারও করেছেন বিজেপি প্রার্থীর হয়ে । মেখলিগঞ্জে বিজেপি প্রার্থী দধিরাম রায় পরাজিত হন । জয়ী হন তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । পরেশচন্দ্র অধিকারী রাজ্যের মন্ত্রী হন । এরপরই বিজেপি ছেড়ে শাসকদলের শিবিরে নাম লেখার হিড়িক পড়ে যায় ।

গতকাল রাতে মেখলিগঞ্জ পৌরসভার দু'নম্বর ওয়ার্ডের 60 জন মহিলার হাতে দলের পতাকা তুলে দেন বিধায়ক তথা রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী । উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শহর সভানেত্রী সোমা ভৌমিকসহ অন্যান্য নেতৃত্ব ।

মেখলিগঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে 60 জন মহিলা

আরও পড়ুন : জামুড়িয়ায় জোড়াফুল ছেড়ে তৃণমূল যুব নেতাসহ 400 জনের পদ্ম যোগ

পরেশচন্দ্র অধিকারী জানান, 60 জন মহিলা ও তাঁদের পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন । তাঁদের বিভিন্ন সমস্যা ছিল । ভুল বুঝে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন । আজ তাঁরা পুনরায় তৃণমূলে যোগ দেন। এই বিষয়ে মেখলিগঞ্জ শহর বিজেপি নেতা আশেকার রহমান বলেন, "তাঁদের কোনও কর্মী তৃণমূলে যোগ দেননি। যাঁদের যোগদানের ছবি ফেসবুকে দেখলাম, তাঁরাই সবাই তৃণমূলের।’’

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details