কোচবিহার, 31 মে : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 60 জন মহিলা কর্মী । গত বিধানসভা নির্বাচনে তাঁরা বিজেপির সঙ্গে ছিলেন । প্রচারও করেছেন বিজেপি প্রার্থীর হয়ে । মেখলিগঞ্জে বিজেপি প্রার্থী দধিরাম রায় পরাজিত হন । জয়ী হন তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী । পরেশচন্দ্র অধিকারী রাজ্যের মন্ত্রী হন । এরপরই বিজেপি ছেড়ে শাসকদলের শিবিরে নাম লেখার হিড়িক পড়ে যায় ।
গতকাল রাতে মেখলিগঞ্জ পৌরসভার দু'নম্বর ওয়ার্ডের 60 জন মহিলার হাতে দলের পতাকা তুলে দেন বিধায়ক তথা রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী । উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শহর সভানেত্রী সোমা ভৌমিকসহ অন্যান্য নেতৃত্ব ।