কোচবিহার, 10 জানুয়ারি : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত 6 জন । ঘটনাটি তুফানগঞ্জের নাককাটিগাছ অঞ্চলের দ্বিপর পাড় এলাকার । আহতদের মধ্যে 5 জন তুফানগঞ্জ মহাকুমা হাসপাতাল এবং 1 জন কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নাককাটি গাছ অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি পিন্টু হোসেন এবং যুব তৃণমূল সহ-সভাপতি আমানুল হকের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, আহত 6 - তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত 6 জন । নাককাটি গাছ অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি পিন্টু হোসেন এবং যুব তৃণমূল সহ-সভাপতি আমানুল হকের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ছবি
গতকাল রাতে অঞ্চল সভাপতি পিন্টু হোসেনের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকের পর ওই এলাকায় একটি মিছিল করা হয় । সেই সময় ওই এলাকায় এক কর্মীর বাড়িতে বৈঠক করেন যুব তৃণমূলের সহ-সভাপতি আমানুল হক। অভিযোগ, মিছিলের সময় পিন্টু হোসেনের লোকজনকে গালিগালাজ করে আমানুল হকের লোকজন । এরপর দুই পক্ষের হাতাহাতি হয় । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যদিও গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।