পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারের ব্যবসায়ীকে অপহরণের ছক, গ্রেফতার 6 দুষ্কৃতী - কোচবিহার

গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালেই কোচবিহার শহরের ভারত নগর কলোনী এলাকায় একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের । ধৃতদের মধ্যে তিনজন কোচবিহারের বাসিন্দা হলেও বাকি তিনজন অসম ও উত্তরপ্রদেশের বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে এর আগেও অপরাধ করার অভিযোগ রয়েছে । অভিযুক্তদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও বেশকিছু কাশির সিরাফ পাওয়া গেছে।

coch
উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কফ সিরাপ

By

Published : Apr 19, 2021, 6:26 PM IST

কোচবিহার, 19 এপ্রিল : এক ব্যবসায়ীকে অপহরণের ছক ভেস্তে দিল পুলিশ। পাশাপাশি অপহরণের পরিকল্পনা করায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি কোচবিহারের ৷

গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালেই কোচবিহার শহরের ভারত নগর কলোনী এলাকায় একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের । ধৃতদের মধ্যে তিনজন কোচবিহারের বাসিন্দা হলেও বাকি তিনজন আসাম ও উত্তর প্রদেশের বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে এর আগেও অপরাধ করার অভিযোগ রয়েছে । অভিযুক্তদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও বেশকিছু কাশির সিরাফ পাওয়া গেছে।

পুলিশ সুপারের বক্তব্য়

আরও পড়ুন- দাঁত-নখ বের করছে করোনা, 2 হাজার বেডের সেফ হোম ঘোষণা ফিরহাদের

জানা গেছে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে কোচবিহার শহরের মদ ব্য়বসায়ী শ্য়ামল গুপ্তাকে অপহরণের ছক করে একদল দুষ্কৃতী ৷ ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ তদন্তে জানা যায়, শহরের কোতোয়ালি থানা এলাকার বাসুদেব সরকার নামে এক ব্য়ক্তির বাড়ি ভাড়া নিয়েছে কয়েকজন ৷ ভারত নগর কলোনি এলাকায় ওই বাড়িটি রয়েছে ৷ এরপর সেই বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ছজনকে ৷ ধৃতদের মধ্যে বাসুদেব সরকারের বাড়ি কোচবিহার কোতোয়ালি থানা এলাকায়। অপরদিকে বন্ধন রায় ও ভরত বর্মন এর বাড়ি দিনহাটায়। এছাড়া রাজেশকুমার এবং শিবম শাহুর বাড়ি উত্তরপ্রদেশে এবং সঞ্জয় পাসওয়ানের বাড়ি অসমের ধুবড়ি জেলায়।

কী কারণে অপহরণের ছক করা হয়েছিল তা একনও পুলিশের কাছে স্পষ্ট নয় ৷ তবে পুরো বিষয়টি তদন্ত করে জানার চেষ্টা করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details