পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 26, 2020, 10:36 PM IST

ETV Bharat / state

পাচারের সময় গাঁজাসহ আটক 2

কোচবিহার জেলার একটা বড় অংশে গাঁজা চাষ হয়ে থাকে ৷ ভিনরাজ্যের ব্যবসায়ীদের টাকা বিনিয়োগ হয় এই চাষে । উৎপাদন হয়ে গেলে ভিনরাজ্যের ব্যবসায়ীরা সেই গাঁজা নিয়ে যায় ।

Drug smuggling
Drug smuggling

দিনহাটা, 26 জুলাই : 58 কেজি গাঁজা সমেত দুই ব্যক্তিকে আটক করল দিনহাটা থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালায় পুলিশ । একটি চারচাকার গাড়ি আটক করে সেখান থেকেই ওই গাঁজার প্যাকেট উদ্ধার হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দু'জন দিনহাটা থানার গিতালদহের বাসিন্দা । এই চক্রে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ।

জানা গিয়েছে, কোচবিহার জেলার একটা বড় অংশে গাঁজা চাষ হয়ে থাকে ৷ দিনহাটা, সিতাই, কোচবিহার-1 ও 2 ব্লক, মাথাভাঙা-1 ও 2 ব্লকে জমির পাশাপাশি বাড়ির উঠোনেও এই চাষ হয় । ভিনরাজ্যের ব্যবসায়ীদের টাকা বিনিয়োগ হয় এই চাষে । পরে গাঁজা উৎপাদন হয়ে গেলে ভিনরাজ্যের ব্যবসায়ীরা সেই গাঁজা নিয়ে যায় ।

এইভাবে গাঁজা নিয়ে যাওয়ার পথে গত কয়েকমাসে প্রচুর গাঁজা উদ্ধার করেছে পুলিশ । কোচবিহার জেলা ডেপুটি পুলিশ সুপার সমীর পাল বলেন, “ধৃতদের জিঞ্জাসাবাদ চলছে । গাঁজাচাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে ।”

ABOUT THE AUTHOR

...view details