পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাইপোর যোগদান BJP-তে, আকাশ থেকে পড়লেন তৃণমূল নেতা ! - BJP

বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের ভাইপোসহ তৃণমূল কংগ্রেসের ৫০০ জন কর্মী BJP-তে যোগ দিলেন। গতকাল তাঁদের হাতে BJP-র পতাকা তুলে দেন মালতি রাভা।

BJP-তে যোগ দিলেন তৃণমূলের ৫০০ কর্মী

By

Published : Mar 27, 2019, 2:03 PM IST

কোচবিহার, 27 মার্চ : কোচবিহারে তৃণমূল কংগ্রেস ছেড়ে ৫০০ কর্মী BJP-তে যোগ দিলেন। এই দাবি করেন কোচবিহারের BJP জেলা সভাপতি মালতি রাভা। গতকাল তিনি কোচবিহারের মাথাভাঙা এলাকায় এক নির্বাচনী প্রচার সভায় কর্মীদের হাতে পতাকা তুলে দেন।

BJP প্রার্থী নিশীথ প্রামানিক এবং কোচবিহার জেলা সভাপতি মালতি রাভার উপস্থিতিতে ৫০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী BJP-তে যোগ দেন। মালতি রাভা ছাড়াও ছিলেন BJP নেতৃত্ব। মালতি বলেন, "জেলাজুড়ে প্রতিদিন তৃণমূল ছেড়ে মানুষ BJP-তে যোগ দিচ্ছেন। আজ বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের ভাইপো বিকাশ বর্মণসহ তৃণমূলের ৫০০ জন কর্মী BJP-তে যোগ দিলেন।"

এবিষয়ে বিনয়কৃষ্ণ বর্মণকে ফোনে ধরা হয়। তিনি ভাইপোর যোগদানের খবর শুনে একপ্রকার চমকে যান। পরে বলেন, "আমার কোনও ভাইপো নেই। আমরা তিন ভাই। কিন্তু কোনও ভাইপো নেই। প্রতিবেশী কেউ নিজেকে আমার ভাইপো বলে দাবি করলে কিছু করার নেই। মোদিসহ মোদির শিষ্যরা গুজব ছড়ায়।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details