কোচবিহার, ১৮ ফেব্রুয়ারি : পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত হিরম্বর রায় কারজি নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার।
চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ - police
বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ
গতকাল বিকেলে চকোলেটের লোভ দেখিয়ে নিতাকে (শিশুর নাম পরিবর্তিত) নিজের বাড়ি নিয়ে যায় হিরম্বর। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে সেখানেই তাকে ধর্ষণ করে। নিতার চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা হিরম্বরের বাড়িতে যায়। স্থানীয়দের দেখে ঘটনাস্থান থেকে চম্পট দেয় অভিযুক্ত।
শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে নিতাকে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর হিরম্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মেখলিগঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।