কোচবিহার, 27 মে : বয়সে সে পেরিয়ে গিয়েছে সার্ধ্বশতবর্ষের মেয়াদ । দু'শতক ধরে হাজার হাজার কৃতীর জন্ম দিয়েছে । জেলা পেরিয়ে রাজ্যের তাবড় তাবড় বড় শহরের স্কুলগুলির সঙ্গে 159 বছর ধরে সমানে পাল্লা দিয়ে চলেছে কোচবিহারের জেনকিন্স স্কুল । এবছর একজন বা দু'জন নয়, উচ্চমাধ্যমিকের প্রথম দশে জায়গা করে নিয়েছে স্কুলের পাঁচ কৃতী ছাত্র ।
1861 সাল । কোচবিহারে শিক্ষাপ্রসারে জেনকিন্স স্কুল প্রতিষ্ঠা করেন মহারাজা নরেন্দ্র নারায়ণ । পায়ে পায়ে দুটি শতাব্দীর সাক্ষী থেকেছে স্কুল । কিন্তু, গরিমা কমেনি এতটুকুও । বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা 1400 । প্রতিবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জায়গা করে নেয় এই প্রতিষ্ঠানের একাধিক কৃতীরা । এবারও তার ব্যতিক্রম হয়নি । আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মেধা তালিকা প্রকাশের পর দেখা যায়, স্কুলের পাঁচ ছাত্র ছিনিয়ে নিয়েছে সেরার শিরোপা ।
কৃতী ছাত্রদের তালিকা
- রাজর্ষি বর্মণ( যুগ্মভাবে প্রথম)
- অনাতপ মিত্র(দ্বিতীয় )
- ঐতিহ্য সাহা(চতুর্থ )
- রূপম দে(সপ্তম )
- সুযশ পাল(দশম)