পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহারাষ্ট্র থেকে কোচবিহারে ফেরা 5 জন কোয়ারান্টাইনে - মুম্বাই থেকে ফেরা ৫ জনকে দিনহাটা হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হল

মহারাষ্ট্র থেকে ফেরা 5 জনকে রাখা হল কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয় ৷ তাদের দিনহাটা মহকুমা হাসপাতালের কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয় ।

5 people came from mumbai to coochbehar, sent to 14 days quarantine
মুম্বই থেকে কোচবিহারে ফেরা 5 জনকে পাঠানো হল কোয়ারান্টাইনে

By

Published : Apr 18, 2020, 10:10 PM IST

কোচবিহার, 18 এপ্রিল : মহারাষ্ট্র থেকে ফেরা 5 জনকে রাখা হল কোয়ারান্টাইন সেন্টারে ৷ তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালের কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয় । আজ বিকেলে মুম্বই থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের ফেরানো হয় ৷ এরপর খবর যায় দিনহাটা প্রশাসনের কাছে ৷ এরপর তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

ফিরে আসা 5 জনের মধ্যে 3 জন দিনহাটার বাসিন্দা ৷ 1 জন কোচবিহারের শুকটাবাড়ির বাসিন্দা । তাঁদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে ৷ পাশাপাশি, ওই অ্যাম্বুলেন্স চালককেও কোয়ারান্টাইনে রাখা হয়েছে । দিনহাটার এক বাসিন্দা ক্যানসারের চিকিৎসা করাতে মাসখানেক আগে মুম্বইতে যান । চিকিৎসা শেষ হলেও লকডাউনের জেরে সেখানে আটকে পড়েছিলেন । এরপর 2 দিন আগে বাড়ি ফেরার জন্য সেখান থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন তাঁরা ৷ আজ দিনহাটা পৌঁছান । প্রশাসনের কাছে খবর পৌঁছাতেই সেই অ্যাম্বুলেন্সকে আটকে দেওয়া হয় ৷ দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । এরপর তাঁদের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয় ।

এবিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, " ওই 5 জনকে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে । আগামী 14 দিন তাঁদের পর্যবেক্ষণ করা হবে । "

ABOUT THE AUTHOR

...view details