পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহার জেলা প্রশাসনের আরও 5 আধিকারিক কোরোনায় আক্রান্ত

গত বৃহস্পতিবার কোচবিহার জেলা প্রশাসনের 5 শীর্ষ আধিকারিক ও কর্মীর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে। আজ আবার নতুন করে জেলা প্রশাসনের 5 আধিকারিকের শরীরে সংক্রমণ ধরা পড়ল ।

Corona
Corona

By

Published : Jul 18, 2020, 6:35 PM IST

কোচবিহার, 18 জুলাই : কোচবিহার জেলা প্রশাসনের আরও পাঁচ আধিকারিক কোরোনায় আক্রান্ত হলেন । আজ দুপুরে জানা যায়, পাঁচ জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই নিয়ে জেলা প্রশাসনে মোট 10 জন শীর্ষ আধিকারিক ও কর্মীর শরীরে সংক্রমণ ধরা পড়ল। ইতিমধ্যেই আক্রান্তদের আইশোলেশনে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ তবে এই নিয়ে জেলা প্রশাসনের কেউ মুখ খোলেননি ৷

কোচবিহার জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, কোচবিহার জেলায় এখনও পর্যন্ত 16949 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। এর মধ্যে 15996 জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে 385 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। গত বৃহস্পতিবার কোচবিহার জেলা প্রশাসনের পাঁচ শীর্ষ আধিকারিক ও কর্মীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর বন্ধ করে দেওয়া হয় কোচবিহার জেলাশাসকের কার্যালয় ও কোচবিহার জেলাপরিষদ অফিস । অফিস স্যানিটাইজ়ও করা হয়।

আজ নতুন করে জেলা প্রশাসনের 5 শীর্ষ আধিকারিকের শরীরে সংক্রমণ ধরা পড়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। যদিও কোচবিহার জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, "আক্রান্তদের আইসোলেট করা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details