পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চারটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫ - pistol

৫ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোতয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরা হয়। তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

By

Published : Feb 12, 2019, 11:46 PM IST

কোচবিহার, ১২ ফেব্রুয়ারি : চারটি আগ্নেয়াস্ত্র সহ ৫ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোচবিহার কোতয়ালি থানার পুলিশ। আজ বিকেলে কোতয়ালি থানার ঘুঘুমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা সকলেই সাহেবগঞ্জের বাসিন্দা। এই নিয়ে চলতি বছর কোচবিহার থেকে ২০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে দিনহাটা সহ কোচবিহার জেলায় শাসকদলের গোষ্ঠী সংঘর্ষ চরমে ওঠে। সেই সময় দিনহাটা সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে বোমা ও বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা জেলা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আজ বিকেলে ঘুঘুমারি থেকে ৫ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পাশাপাশি একটি গাড়িও আটক করা হয়।

পুলিশের দাবি, কোথাও ডাকাতি করার ছক কষে ধৃতরা ঘুঘুমারি এলাকায় জড়ো হয়েছিল। আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে জেলার পুলিশ সুপার বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details