দেওয়ানহাট, 4 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে তৃণমূল কংগ্রেস ও BJP সংঘর্ষের অভিযোগ উঠল কোচবিহারে। জখম হয়েছে পাঁচ BJP সমর্থক।
কোচবিহারে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম 5 - Cooch Behar
তৃণমূল কংগ্রেস ও BJP-র সংঘর্ষে জখম 5
কোচবিহার কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে গতরাতে দেওয়ানহাটে পোস্টার, ফেস্টুন লাগাচ্ছিল কয়েকজন BJP সমর্থক। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা বাধা দেয়। তারপর দু'পক্ষের মধ্যে বচসা বাধে। তা ক্রমশ হাতাহাতির চেহারা নেয়। সংঘর্ষে পাঁচ BJP সমর্থক জখম হয়। তাদের উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিরা হাসপাতালে ভরতি।
জেলা BJP সভাপতি মালতি রাভার অভিযোগ, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার মূলে রয়েছে।" যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের তরফে লিপিকা ভৌমিক বলেন, "এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।"