দিনহাটা, 19 এপ্রিল : বিকল ট্রান্সফরমার সারাই চলাকালীন বিস্ফোরণ ঘটে জখম হলেন 5 জন । সোমবার রাতে দিনহাটার বালাকান্দি গ্রামে ওই ঘটনা ঘটেছে । গুরুতর জখম অবস্থায় আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন (5 injured hospitalised as transformer blast in Dinhata Cooch Behar) ।
জানা গিয়েছে, রবিবার রাতে ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে । এরপর বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে সোমবার রাতে ট্রান্সফরমারটি সারাই করা হয় । এরপর ট্রান্সফরমারের সুইচ অন করতেই ট্রান্সফরমারটি ব্লাস্ট করে । এতে সাদ্দাম হোসেন-সহ এক বিদ্যুৎ কর্মী এবং আরও তিনজন জখম হয়েছেন ।