কোচবিহার, 27 অগাস্ট : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি এলাকা । পাঁচটি বাড়িতে ভাঙচুর চালানো হয় । আহত জয়নাল আবেদিন নামে এক BJP কর্মী । গোটা ঘটনায় তৃণমূল ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ।
দিনহাটায় তৃণমূল-BJP সংঘর্ষে 5টি বাড়ি ভাঙচুর - বাড়ি ভাঙচুর
এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ । পাঁচটি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ।
![দিনহাটায় তৃণমূল-BJP সংঘর্ষে 5টি বাড়ি ভাঙচুর TMC-BJP clash](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:11:49:1598528509-wb-crb-03-vetaguri-clash-3-7205341-27082020170004-2708f-1598527804-1025.jpg)
অভিযোগ, গতরাতে ভেটাগুড়ি-2 গ্রাম-পঞ্চায়েতের শিঙিজানি ভেটাগুড়ি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি টিপেন দেবনাথের বাড়িতে ভাঙচুর চালায় BJP কর্মীরা । এরপর এলাকার আরও 3টি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ । এরপর রাতেই গ্রামের BJP কর্মী জয়নাল আবেদিনের বাড়িতে ভাঙচুর এমনকি লুটপাট চালানো হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । জয়নাল আবেদিনকে মারধর করা হয় বলে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ BJP-র ৷
BJP-র কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গতরাতে BJP কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে ।” যদিও তৃণমূল নেতা সুনীল রায় সরকারের পাল্টা অভিযোগ, “BJP পরিকল্পনা করে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে ।” গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।