পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাচারের আগে মাথাভাঙায় 49টি গোরু উদ্ধার, গ্রেপ্তার 3 পাচারকারী - ৪৯ cows recovered in Mathabhanga

দুটি পিকআপ ভ্যান থেকে 49টি গোরু উদ্ধার করল মাথাভাঙার ঘোকসাডাঙা থানার পুলিশ । গোরু পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন জন । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

মাথাভাঙ্গায় 49টি গোরু উদ্ধার

By

Published : Nov 13, 2019, 9:19 AM IST

কোচবিহার, 13 নভেম্বর : মাথাভাঙায় দুটি পিকআপ ভ্যান থেকে 49টি গোরু উদ্ধার করল ঘোকসাডাঙা থানার পুলিশ । গোরু পাচারে জড়িত থাকার দায়ে তিন জনকে গ্রেপ্তারও করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আর পাঁচটা দিনের মতো গতকালও 31 নম্বর জাতীয় সড়কসহ বিভিন্ন এলাকায় পুলিশ কর্মীদের নিয়ে টহল দিচ্ছিলেন ঘোকসাডাঙা থানার ASI শংকর রায় । ঘোকসাডাঙা থানার OC দেবাশিস রায়ের কাছে গোপন সূত্রে খবর আসে, জাতীয় সড়ক দিয়ে গোরু পাচার হতে পারে । খবর যায় ASI শংকর রায়ের কাছে ৷ তাঁর নেতৃত্বে পুন্ডিবাড়ি-ফালাকাটা 31 নং জাতীয় সড়কের কাছে কোচবিহার চা বাগান সংলগ্ন এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয় । ঘটনাস্থানে যান দেবাশিস রায়ও । ফালাকাটা থেকে কোচবিহারের দিকে যাওযা দুটি পিকআপ ভ্যানের পিছু ধাওয়া করেন পুলিশকর্মীরা ৷ কুশিয়ার বাড়ি সংলগ্ন এলাকায় ভ্যান দুটিকে আটক করা হয় । পিকআপ ভ্যান দুটি থেকে 49টি গোরু উদ্ধার হয় । গোরুগুলির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালক সহ তিনজনকে আটক ও পরে গ্রেপ্তার করা হয় ।

পুলিশ সূত্রে আরও খবর, ঘটনায় জড়িত থাকার দায়ে রাজু মিঞা, মোহাম্মদ হোসেন ও তাহা আলমকে গ্রেপ্তার করা হয়েছে । প্রথম দু'জনের বাড়ি দিনহাটা থানার বড় মরিচা ও অপর জনের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায় । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের মাথাভাঙা আদালতে পাঠানো হয়েছে । এই পাচারচক্রে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে ঘোকসাডাঙা থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details