কোচবিহার, 5 জুন :ফের অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার 4 বাংলাদেশি ৷ কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে চারজন বাংলাদেশিকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী (4 Bangladeshi arrested in Cooch Behar in Allegation of Illegal Infiltration) ।
সূত্র মারফত খবর পেয়ে শনিবার বিএসএফের 148 নম্বরের ব্যাটেলিয়নের জওয়ানরা মেখলিগঞ্জ শহর থেকে চারজনকে আটক করে ৷ ধৃতদের নাম মোহাম্মদ আসাদুল শেখ, নাসির শেখ, ফাইসল শেখ ও রিয়াজুল হালদার ৷ এরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা ৷ ধৃত চারজন মেখলিগঞ্জের খোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করলেও বিএসএফের নজরদারিতে তারা ধরা পড়ে যায় ৷