পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে এক সপ্তাহে 36 হাজার মানুষকে প্রথম ডোজ - প্রথম ডোজ

গত এক সপ্তাহে কোচবিহারের 36 হাজার মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ অন্যদিকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মাত্র 579 জনকে ৷ কোচবিহার জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘যেভাবে নির্দেশ আসছে, সেইভাবেই করোনার টিকার ডোজ দেওয়া হচ্ছে ৷ তবে বেশিসংখ্যক মানুষকে প্রথম ডোজ দেওয়া হচ্ছে ৷’’

36 thousand people get second dose of covid vaccine during one week in coochbehar
কোচবিহারে এক সপ্তাহে প্রথম ডোজ পেলেন 36 হাজার জেলাবাসী

By

Published : Jun 1, 2021, 8:26 PM IST

কোচবিহার, 1 জুন :কোচবিহার জেলায় গত এক সপ্তাহে 36 হাজার মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ সেই হিসাবে প্রতিদিন গড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে ৷ জেলার বিভিন্ন টিকাকরণ কেন্দ্র থেকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে ৷

এদিকে, বেশিসংখ্যক মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়ার ফলে দ্বিতীয় ডোজ দেওয়ার পরিমাণ কমে যাচ্ছে ৷ তথ্য বলছে, গত সাতদিনে কোচবিহারের মাত্র 579 জন বাসিন্দাকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৷

এই বিষয়ে প্রশ্ন করা হলে কোচবিহার জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘যেভাবে নির্দেশ আসছে, সেইভাবেই করোনার টিকার ডোজ দেওয়া হচ্ছে ৷ তবে বেশিসংখ্যক মানুষকে প্রথম ডোজ দেওয়া হচ্ছে ৷’’

কোচবিহার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত সোমবার পর্যন্ত জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল 2 হাজার 236 ৷ ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ৮৪ জনের ৷ এখনও পর্যন্ত জেলায় 2 লাখ 62 হাজার 647 জনকে করোনা টিকার প্রথম ডোজ এবং 93 হাজার 11 জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :করোনার টিকা ছাড়া স্কুলে প্রবেশ নয়, শিক্ষকদের কঠোর নির্দেশ ডিআইদের

এখন প্রতিদিনই কয়েক হাজার মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে ৷ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকা করে তাঁদের টিকা দেওয়া হচ্ছে ৷ এছাড়া পৌর এলাকার 60 বছরের বেশি বয়সীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details