কোচবিহার, 1 জুন :কোচবিহার জেলায় গত এক সপ্তাহে 36 হাজার মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ সেই হিসাবে প্রতিদিন গড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে ৷ জেলার বিভিন্ন টিকাকরণ কেন্দ্র থেকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে ৷
এদিকে, বেশিসংখ্যক মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়ার ফলে দ্বিতীয় ডোজ দেওয়ার পরিমাণ কমে যাচ্ছে ৷ তথ্য বলছে, গত সাতদিনে কোচবিহারের মাত্র 579 জন বাসিন্দাকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৷
এই বিষয়ে প্রশ্ন করা হলে কোচবিহার জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘যেভাবে নির্দেশ আসছে, সেইভাবেই করোনার টিকার ডোজ দেওয়া হচ্ছে ৷ তবে বেশিসংখ্যক মানুষকে প্রথম ডোজ দেওয়া হচ্ছে ৷’’